স্মৃতি কি মানুষকে আগাতে দেয়

নাকি স্বপ্ন তাকে আগাবার দীক্ষা দেয়!

সময় শুধালো আর সময়ই শেখাল সে যে স্বপ্ন

তবু স্বপ্ন পরাভূত হয় স্মৃতির পাদদেশে!

ভুলগুলো সব ফুল হয় ভুলকেই ভালবেসে!

নীতি কি মানুষকে নীতির তর্জমা শিখিয়ে দেয়

নাকি পুথি-পত্রের মলাটে বন্ধি সুগন্ধি শুধু শুখতে দেয়!

সময় শুধালো আর সময়ই শেখাল সেতো সবে পুথি-পত্র

তবু বাধাই পুথি-পত্রের গন্ধ-আবেশে মানুষ যায় ভেসে

হযবরল দেখে অধর খোলে বিবেক মরে হেসে হেসে!

শৃঙ্খল জীবনের শেকলে মনকে কি আর যায় বাধা

বচন আর কর্ম মিলিয়ে দেখলে পাবে আছে শুধু আধা!

আজিকার তুমি কি আর সত্যি তুমি সময়ের পালাবদলে

বদলে গেছ টের কি পেয়েছ তুমি স্বার্থের মালাবদলে!

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ