সম্পর্কের ভিত (সনেট)

বোরহানুল ইসলাম লিটন ১৪ মার্চ ২০২২, সোমবার, ০৬:৪৬:০১পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

চন্দন কাষ্ঠের তৈরী কেদারায় দুলে
বর্ণিল স্বপনে তুমি চাঁদে গড়ো কুঠি,
সখ্যেও মৃদুলা ঝড় কভু এসে ছুঁলে
রক্ষার্থে কুঁড়ের মান আমি ধরি খুঁটি।

ছন্দিত আবেশ পেতে কামনার দোরে
রূপালী ঘুঙ্গুরে তুমি যেচে ঢালো সুরা,
বাঞ্ছার কর্কশ ঘাতে অদিনের ঘোরে
ন্যাড়া পাতে আমি খুঁজি খইলশ্যার মুড়া।

যতোই নামুক বৃষ্টি নিয়ে মিঠা পানি
জানি সমূদ্রের জল তবু রবে লোনা,
টানলেও দস্তা খোশে বিশ্বাসের ঘানি
হবে না কস্মিনকালে বরণে সে সোনা।

তবুও সম্পর্ক হবে খাঁটি অবশেষে,
তুমি আমি মাটি হবো যবে মিলেমিশে।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ