সম্পর্কের দু’চার কথা

রেজিনা আহমেদ ২৭ জানুয়ারী ২০২০, সোমবার, ০১:১৯:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

সম্পর্কে থাকা ভালোবাসার মানুষটির সাথে বন্ধুর মতো মিশুন, যাতে ভালো-খারাপ কোনো কথা বলতে তার অন্য কোনো বন্ধুকে প্রয়োজন না হয়,,

যতক্ষণ পর্যন্ত আপনি তার সাথে বন্ধুর মত আচরণ করবেন না, কোনো দুষ্টুমি করবেন না, পাগলামি করবেন না, রাগ অভিমান করবেন না ততোক্ষণ এই প্রেম অসম্পূর্ণ..জড়তা কাটাতে হবে

তার কাছে একজন পছন্দের পুরুষ হয়ে উঠুন.. যে পুরুষের কাছে সে নিজের হাসি-কান্না-রাগ-অভিমান-দুষ্টুমি-বোকামি এবং জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিটি কথা, প্রতিটি আবেগ নির্দ্বিধায় উগরে দিতে পারে.. কারণ পছন্দের পুরুষের সাথে হিসেব করে কথা বলতে নেই.. যখনই তাকে কথার একটা সীমা বেঁধে দেবেন তখনই আবেগের মৃত্যু ঘটে

 

 

রিজু,

কলকাতা

৫০৩জন ৪১৭জন
1 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ