
প্রিয় আকাশ,
আশা করি তুমি ভালো আছো, ভালো থাকবে তোমার একমাত্র ভালোবাসা ‘তন্বী’ কে নিয়ে। আমি পারিনি তোমাকে সুখী করতে , পারিনি তোমার ঔরসজাত সন্তান আমার জরায়ুতে ধারণ করতে, তোমাকে ‘বাবা’ ডাক উপহার দিতে। আমাকে ক্ষমা করো প্লিজ। তোমার ভালোবাসা আজ তোমার হাতের মুঠোয়, হয়তো এখানে ঈশ্বরের সমর্থন আছে বলেই এমনটি ঘটলো এতবছর পর। আমি সবদিক ভেবেচিন্তেই এমন সিদ্ধান্ত নিলাম। তোমার থেকে দূরে গিয়ে এ পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পেতাম না, কারণ এ জীবন, এ নিঃশ্বাস সবকিছু তে তুমি। তাই ভাবলাম আমি থাকলে তোমার তন্বীও তোমার হতে পারবেনা। সে তোমাকে হয়তো তোমার একজন উত্তরসূরী উপহার দিতে পারবে। আত্মহত্যা ‘মহাপাপ’ জেনেও তোমার আমার সুখের জন্য, তন্বীর প্রাপ্য টুকু ফিরিয়ে দিতে , তার প্রতি তোমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করার একটা মোক্ষম সুযোগ দিতে-তাই আমার এই চলে যাওয়া। আমাকে ক্ষমা করো। আর আমার মৃত্যুর জন্য কারো কোনো দায় নেই। এ দায় থেকে তোমাকে সম্পূর্ণ মুক্ত করে গেলাম। সব স্ত্রী-রাই চায় তার স্বামীর সুখ, উত্তরাধিকার উপহার দিতে কিন্তু সেটা দিতে আমি ব্যর্থ। আমি চাই তুমি তন্বীকে স্বীকৃতি দাও তাতে আমার আত্নাও শান্তি পাবে জেনে রেখো। তোমরা সুখী হও , সংসার করো এটাই তোমার কাছে আমার অন্তিম চাওয়া।
‘ইতি তোমার এতো দিনের জীবন সঙ্গী দীনা’
চিঠিটা বিছানায় রাখা ছিলো পেপার ওয়েট এর নিচে। আকাশ স্তম্ভিত হয়ে আছে আর দীনাকে দেখছে দুচোখ ভরে যেন আজ তার মৃত্যু হলো দীনার সাথে সাথে। সে এমনটা কখনো কল্পনাও করতে পারেনি। তার জীবনটা যেন এক নিমিষে তাসের ঘর করে দিলো বিধাতা। মনে হলো সে দু’দুটো জীবন একহাতে শেষ করে দিলো তার লোভের কারনে, তার পাপের কারনে। দীনা চলে গিয়ে তার পাপের বোঝা টা আরো অনেক খানি বাড়িয়ে দিলো। হঠাৎ সেলফোনে অফিসের নাম্বার থেকে ফোন আসলো। সে কলটা রিসিভ করে তাদের কে জানালো তার স্ত্রীর মৃত্যুর কথা। অফিসে মুহূর্তেই এ কথা ছড়িয়ে গেলো। মোটামুটি সবাই আসলো দেখতে শুধু একজন আসলো না । সে ইস্তফাপত্র জমা দিয়ে ভোরেই চলে গেছে ওখান থেকে। আকাশ দীনার চলে যাওয়াতে এতোটাই বিপর্যস্ত হয়ে রইলো যে জানতেই পারলো না তন্বীর চলে যাওয়া চাকরি ছেড়ে দিয়ে।
সপ্তাহখানেক পর সে অফিসে গেলো। কাজ করতে করতে হঠাৎ তন্বীর ডেস্কটা খেয়াল হলো । দেখলো ডেস্কটা পরিপাটি করে সাজানো আছে আর চেয়ারটা শূণ্য পড়ে আছে। আকাশ পিয়নকে ডেকে ম্যাডামের কথা জানতে চাইলো। পিয়ন বললো,’ স্যার, আপনি জানেন না- ম্যাডাম তো চাকরি ছেড়ে দিয়ে চলে গেছেন?’ আকাশের তন্বীর কথা এতো দিন একবার ও মনে হয়নি। হঠাৎ করে ওর পায়ের তলার মাটি দু’ভাগ হয়ে গেলো, সমস্ত আকাশটা ভেঙে পড়লো যেন ওর মাথার উপর। তন্বীর চলে যাওয়াটা আকাশকে আরো বড় অপরাধী করে দিলো। ভেবেছিলো তন্বীর কাছে ক্ষমা চাইবে কিন্তু বিধাতা সেখান থেকে ও বিমুখ করলো। আকাশ আজ কার কাছে যাবে, কোথায় যাবে ? তার পাপের প্রায়শ্চিত্ত বুঝি আর এ জীবনে শেষ হলোনা!
তন্বী বাড়িতে আসায় ওর বাবা-মায়ের খুব আনন্দ হলো। ওরা মেয়েকে এবার বিয়ে দিয়েই ছাড়বে। কিন্তু পাত্র তো আর সহজে মেলে না। ওদিকে ওর সেই দূরসম্পর্কের ভাই এখনো ওকে পাবার জন্য অপেক্ষায় আছে। তন্বী বাবা-মাকে বললো সে ঐ ভাইকেই বিয়ে করবে যদি তাদের আপত্তি না থাকে। তন্বী ভেবে দেখলো এছাড়া আর কোনো পথ খোলা নেই তার জন্য। আর কিছু না হোক আর্থিকভাবে সচ্ছল থাকবে, বাবা- মাকে না খেয়ে মরতে হবে না। তমাল কে সে পাবেনা, এদিকে তার জন্য আকাশ-দীনার সংসার টাও এলোমেলো হয়ে যাবে সবকিছু মিলিয়ে সে ঐ লম্পটটার হাতেই নিজেকে সঁপে দেয়ার সিদ্ধান্ত নিলো। তাতে করে সবদিক রক্ষা হয় নিজের মনটা হয়তো মরে গেলো কিন্তু বাকী সব মোটামুটি স্বাভাবিক থাকবে। তমাল কে সব জানালো। তমাল তন্বীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালো। তন্বী জানতেও পারলো না আকাশের করুন অবস্থার কথা।
কিন্তু তন্বী তমালকে ভুলতে পারছিলো না একমূহূর্তের জন্য ও। তন্বীর জীবনটা কেন এমন হলো? প্রথম জীবনের ভালবাসা ব্যর্থ হলো, আজ এই মুহূর্তে একজন মনের মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিবে তাও ব্যর্থ হলো, তমাল কে বিনা স্বার্থে ভালোবাসলেও তমাল তার ভালোবাসাকে মর্যাদা দিতে, মেনে নিতে নারাজ। সে তাই বাধ্য হলো লম্পট, চরিত্রহীন আত্নীয় কে স্বামী হিসেবে মেনে নিতে। সে আর এ জীবনে সুখী হতে বা ভালোবাসার মানুষকে আপন করে পেতে পারলো না । ওদিকে জানলো তমাল চাকরি ছেড়ে দিয়েছে, ব্যবসা করবে । বাড়িতে থাকবে, বৌ-বাচ্চাকে সময় দিবে। তমাল বাড়িতে চলে গেলো, তন্বীর সাথে যোগাযোগ করলো না। তন্বীর বিয়ে হয়ে গেলো। বাবা-মায়ের নামে ব্যাংকে কিছু টাকা ফিক্সড করে রাখলো আর বিদেশে গিয়ে মাসে মাসে হাতখরচা পাঠাবে বলে দিল। বাবা-মায়ের দেখাশোনা করার জন্য সার্বক্ষণিক একজন লোক ঠিক করে রাখলো। বিয়ের মাসখানেক পরে তন্বী বরের সাথে বিদেশে চলে গেলো।
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
মিলনাত্বক না হয়ে বিয়োগাত্বকতা দিয়েই গল্প শেষ হলো।
সুন্দর করে লেখাটি শেষ করার জন্য ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থেকে আমার লেখায় উৎসাহ, অনুপ্রেরণা দেবার জন্য। ভালো থাকুন সবসময়। সাবধানতা অবলম্বন করুন, ঘরেই থাকুন
জিসান শা ইকরাম
সবার অতৃপ্তি নিয়েই গল্পটা শেষ হলো। আসলে আমরা যা চাই, তা পাইনা।
এত বড় একটি গল্পের আকর্ষণ বজার রাখা কঠিন।
পাঠকের আগ্রহ অনেক গল্পকার শেষপর্যন্ত ধরে রাখতে ব্যার্থ হয়। সেক্ষেত্রে তুমি গল্পে পাঠকদের চুম্বকের মত আটকে রাখতে সক্ষম হয়েছ। এখানেই তুমি সফল।
আরো গল্প চাই ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। এখানেই আমার সার্থকতা- আপনাদেরকে ভালোলাগা দিতে পারা আমার লেখার মধ্য দিয়ে। আপনাদের আন্তরিকতা, ভালোবাসা আমাকে গল্পের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করেছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
অবশেষে বিয়োগান্তক কাহিনীতে শেষ হলো।
যা মেনে নেয়া কষ্টকর।
পসেটিভ কোন কিছু দিয়ে শেষ করা গেলে ভালই লাগতো।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা পজেটিভ করতে গেলে তন্বী কে ছোট করা হতো। যদিও তার শেষ ডিসিশন টা খারাপ ছিলো তবুও এটুকু করতেই হলো। বাস্তবতা অনেক কঠিন আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ দাদা আপনি আপনার সুচিন্তিত মতামত দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকেছেন বলে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো।
অপার্থিব
সব পর্ব পড়ি নাই কিন্ত শেষটা পড়ে একটা প্রশ্ন জাগলো মনে। ধরে নিলাম কোন কারনে তার ভালবাসা পূর্ণতা পায়নি। এটা অস্বাভাবিক কিছু না, পৃথিবীতে খুব কম ভালবাসাই পূর্ণতা পায় তাই বলে কি একজন ভুল মানুষকে বেছে নিতে হবে? কেন সে আপাতত একা থাকার কথা চিন্তা করছে না? ভালবাসা শুধু জীবনে একবারই আসে এমনটাই বা সে ভাবছে কেন? কেন সে যে কোন উপায়েই হোক বিয়েকে (ভুল মানুষকে) তার জীবনের মহত্বর লক্ষ্য ভাবছে?
সুপর্ণা ফাল্গুনী
আমার আগের পর্ব গুলো একটু কষ্ট করে পড়ে আসলে উত্তরটা হয়তো পেয়ে যেতেন। তবুও বলি বেঁচে থাকার জন্য,বিপদ যখন চারপাশে ঘিরে ধরে অনেক সময় অনেক কিছু করতে হয়। এখানে তন্বী একা নয় তার সাথে তার বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব, তার পক্ষে সম্ভব হয়নি ভালো একটা কাজের ব্যবস্থা করা তাই নিজের কথা ভাবার আগে তাকে তার বাবা-মার জন্যই নিজেকে , নিজের আত্মসম্মান কে ত্যাগ করতে হয়েছে। আমাদের চারপাশে একটু তাকালেই এমন অসহায় অনেক নারীকে খুঁজে পাবেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো।
ফয়জুল মহী
পরিপাটি লেখা । বেশ মন ছুঁয়ে গেল লেখা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
এস.জেড বাবু
মনটা কেমন করে উঠলো।
কি যেন বলতে গিয়ে ভুলে গেলাম-
তবে একটা কথা বলি-
/////আত্মহত্যা ‘মহাপাপ’ জেনেও তোমার আমার সুখের জন্য, তন্বীর প্রাপ্য টুকু ফিরিয়ে দিতে , তার প্রতি তোমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করার একটা মোক্ষম সুযোগ দিতে-তাই আমার এই চলে যাওয়া। আমাকে ক্ষমা করো।
আকাশ হয়ত ক্ষমা করে দেবে, কিন্তু আত্মহত্যা মহাপাপ- সৃষ্টি কোনদিনও ক্ষমা করবে না। এমন পরিণতি (গল্পের প্রয়োজনে যদিও) বাস্তবে কোনওকালে কারও যেন না হয়।
চমৎকার উপসংহার টেনেছেন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য। আত্মহত্যা মহাপাপ আমরা সবাই জানি কিন্তু তন্বী লম্পট কে বিয়ে করে হলেও যুদ্ধ করতে চেয়েছে শুধু নিজের বাবা-মায়ের জন্য কিন্তু দীনার কোন পিছুটান ছিল না আর আকাশকে একটা সন্তান উপহার দিতেই তার এমন কঠিন সিদ্ধান্তে উপনীত হওয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
এস.জেড বাবু
চমৎকার প্রতিউত্তর করেন আপনি- মুগ্ধ হই।
আসলে জীবন যেখানে, যে রংয়ে, যেভাবে মানায়-
অনেক শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
হালিম নজরুল
অপূর্ণ তৃপ্তির বিয়োগাত্বক গল্পই আমার প্রিয়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ । প্রিয় হলো জেনে ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
গল্পটা পড়া হয়নি। এটা বোধহয় ত্রিকোণ প্রেমের গল্প। সব স্ত্রীরাই চায় স্বামীদের সুখ। দীনা জীবন দিয়ে সেটাই প্রমাণ করে দিলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকবেন শুভ কামনা রইলো। শুভ সকাল