সম্পর্ক নাজুক

সীমা সারমিন ২৯ নভেম্বর ২০১৩, শুক্রবার, ১২:২৫:০৯পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

সম্পর্ক এক নাজুক নগ্ন লতা
তা কখনো ভেঙ্গে যায় না
মাঝে মাঝে নুইয়ে পরে
বা লুকিয়ে পরে কোনো কিছুর আড়ালে।

সম্পর্ক গুল অনেক মধুর
তাদের কে মাঝে মাঝে,
খুজে বের করে নিতে হয়
বুঝতে হয় সম্পর্ক কে ।

কোনো কিছুর আড়ালে
আড়াল হওয়া সম্পর্ক কে
খুজে নিয়ে নতুন ভাবে রুপ দিলে
তাতে কখনো কষ্ট বাড়ে না,
বরং সম্পর্ক হারিয়ে যাওয়ার,
কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।
আর সম্পর্কে নতুন ভাবে,
ফিরে পাওয়ার আনন্দে ,
জীবনকে করে তোলা যায় রঙ্গিন ।
..................সীমা সারমিন

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress