সমুদ্র বিলাস

খাদিজাতুল কুবরা ১২ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০১:৪৬:০৩পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য

 

একদা মন পাড়ার পাড় ভাঙার শব্দ শুনেছিলো হৃদয়!
ভাঙতে ভাঙতে মস্ত কূপ।
ভেবেছিলাম বেশতো কূপের জলে কাটিয়ে তুলবো, সমস্ত খরা দুঃখ জরা।
না ভাঙন আর থামেনি একটি মুহূর্তের জন্য,
সেই থেকে কেবল ভাঙছে.....
রাশি রাশি জল জমে সেথায় এখন ফেনিল সমুদ্র!
দীর্ঘ সোনালী সৈকত, সাদা বেলাভূমি।
এতো সাদা যে চোখ ঝলসে যায়!
অপর প্রান্তে উঁচু উঁচু অন্তরীপ আর ধূসর পর্বত মালা!
রোজ রাতে উপকূলে চলে আসে সে,
শুনতে পায় সাদা সমুদ্রতটে আছড়ে পড়া ঢেউয়ের গর্জন!
ঢেউ ভেঙে এগিয়ে আসছে কে যেন!
কিন্তু সে কখনো তীরে পৌঁছায়না।
বুঝতে পারে উপকূলীয় আদ্র বাতাস মাটির সোঁদা গন্ধই কেবল সঙ্গী।
সাগরতল কিংবা দ্বীপের অমলধবল চূড়া জেগে উঠা দেখার স্বপ্ন নেই আর...
বহির নোঙর তো দুঃস্বপ্ন!
অস্পৃশ্য হৃদয় আর কোন ঝড়ের স্বপ্ন দেখেনা,
ঢেউ ভেঙে যে এগিয়ে আসতে চাইতো তাকে ও না।
এখন সে কেবল সাদা বালুচরে ফেনিল সমুদ্র সফেনের মিছিল দেখে।
সন্ধ্যার অন্ধকারে বিড়াল ছানার মতো খেলা করে ওরা।
ওদের সে ভালোবাসে।
দুঃখ বিলাস নয় কিন্তু শুধু সমুদ্র বিলাস!

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ