সমুদ্রের পরিচয়

এস.জেড বাবু ৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০৯:৪৩:৫৩পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

একদিন তোর হৃদয়ে উঠবে চরম ঢেউ,
সেদিন মাঝিহীনা তরী বালুকাবেলায়
উল্টে রাখবে কেউ,
-
সেদিন ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে
ভাঙা ডিঙ্গিতে ভাঙ্গা দাড় নিয়ে,
শান্ত করতে ঢেউয়ের তুফান
লড়বে না আর কেউ ॥

একদিন তুইও ভাসবি চোখের জলে,
ঝর্ণাধারা দুর্বার নেশায়
আছড়াবে দুই কূলে ;
-
সেদিন বলবেনা কেউ থাকে যেনো সাদা
তেমনি করে সদা সর্বদা,
কাঁপেনা যেনো চোখের মণি
আঁখি যেন না ফুলে ॥

একদিন বুঝবে পাষানী হদয়,
কত মরায় আর কত ময়লায়
সমুদ্দুর নোংড়া হয় !
-
সেদিন সুদিনের ঝড়ের প্রচন্ডতায়
ময়লা ভাসবে ছোট্ট কোনায়,
দেখবে, ভালবাসার টলমলে জল
সারাটা সমুদ্র ময়,
হাহাহা,
সখি-
ঝিনুকের জলে খুঁজেছিলি তুই, সমুদ্রের পরিচয় ॥

একদিন তোর হৃদয়ে রাঙাবে রক্তক্ষরণে,
সেদিন হয়তো থাকব না আমি
ছুঁয়ে যাবে এ দেহ মরনে ;
-
সেদিন প্রচ্ছায়াটা থাকবে ঘরে
তোর চারপাশে, তোর অগোচরে,
কাঁদবে সেও নিঃশব্দে
তুই কাঁদবি যে কারণে ॥

 

-০-
-২৬ জুলাই ২০১৮
-ছবি - নেট থেকে-

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ