সমাপ্তি সমাপ্তি খেলা

ছাইরাছ হেলাল ১০ আগস্ট ২০২১, মঙ্গলবার, ০৪:১৫:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

হঠাৎ ঝাঁ-চকচকে শুরু দেখে ভাবতে থাকি, এ নিশ্চয়ই সু-নিশ্চিত আরম্ভ!
ইয়ার- দোস্ত সবাই হুল্লোড় আঁকে, উল্টোপাল্টার মোক্ষম চক্করে,
বাজখাঁই চিৎকার চেঁচামেচি তো থাকেই।

একটু সেকেলেরা ভাং বা চরসে মজে, একালে তো অনেক অনেক কিছু,
ক্রিস্টাল মেথ অব্ধি, টাইট/খোলা পোশাকে, কনুই কাঁপিয়ে কত কী ভাবে, ভাবে!

এক সূর্য-ঝিলিকে মিইয়ে যাবে ধোঁয়া বেয়ে বেয়ে পেঁচিয়ে ওঠা কিলবিলে লিকলিকে
আধো অন্ধকার থেকে নিকষ অন্ধকার;

দীপ্ত মেঘের আড়ালে মুখ টিপে হাসে, সুসি আর চুমু খেতে খেতে, অ-নিশ্চিতের সমাপ্তি,
সমাপ্তি-সমাপ্তি খেলা খেলে, অঙ্গীকারের বিট কয়েন ছুঁড়ে;

সময়ের বগল-দাবায়, প্রণতি-আভূমি;

ছবি নেটের।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ