
গোপন গুহায় উদ্ভাবিত প্রশ্নের মিছিল;
কখন? কোথায়? কী?
তাদের স্ব সমাধান মিলে যায়
কেন- তাঁর সমাধান যুগে যুগে
গোপন গুহার উদ্ভাবিত প্রশ্ন মিছিলে।
শুদ্ধ করে নিশ্চয়তা দিবে কেউ
কিংবা আমি- পরস্পরের সমাধান
বিপরীত দিকেই যাবো নিষেধ মানব না।
নেত্রকোণা, ময়মনসিংহ।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সমাধান লাগবে আমার। ভালো হয়েছে ছোট কবিতা। শুভ কামনা রইলো
নাজমুল হুদা
অফুরন্ত ভালোবাসা দিদি
অনন্য অর্ণব
কি লিখলি, কিছুই তো বুঝলাম না রে পাগলা 🤔🤔
নাজমুল হুদা
ভাইয়া, তোমার বুঝতে হলে বাড়িতে যেতে হবে।
কে যেন ডাকছে জানালা দিয়ে 🙊
অনন্য অর্ণব
ঐ হারামি,,, সব দিকে চোখ যায় তাই না? দাঁড়া ডাক্তার রে কমু পিকনিকের দিন যাতে কেমোথেরাপি দিয়ে দেয়😄
মাহবুবুল আলম
“বিপরীত দিকেই যাবো নিষেধ মানব না।” নিষেধ না মানাই উত্তম। হাহাহা। শুভ কামনা!
নাজমুল হুদা
নিষিদ্ধ কোনো কিছু নয়, তাই নিষেধ মানবে কেন?
ধন্যবাদ ভাইয়া 💞
ফয়জুল মহী
অসাধারণ, চমৎকার ।
কামাল উদ্দিন
মাথায় ঢোকেনি 🙁
নিতাই বাবু
সমাধান খুঁজে না পেতে একটা কিছুতো করতেই হবে। তবুও সমাধান চাই! ভালো লেগেছে শ্রদ্ধেয় দাদা।
রেহানা বীথি
ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
স্ব সমাধানের উপায় কিন্তু পেলাম না,
পিচ্চি কবিতা মাথা টপকে বেরিয়ে গেছে 😔😔