সমাজ

সঞ্জয় মালাকার ৩০ নভেম্বর ২০১৯, শনিবার, ০৭:৪২:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

তুমি তো মানুষ, তোমার মানবিক মনুষ্যত্ব বুধ থাকা প্রয়োজন।
তুমি পৃথিবী, তুমি প্রজ্ঞতি,
জাত নয়- জাতি'কে নিয়ে বাঁচতে শিখো,
তুমি আমি আমরা সবাই মানুষ হয়ে উঠবো।
হিংসা নয়, বন্ধুর মতো করে-
যতটা তোমার সন্তানদের সাথে আবেগ যুক্ত হোও
তুমি নিজ সংসারে যতটা ভালোবাসা বিলাও
তুমি ঠিক তথটা সমাজ চোখ নিয়ে যাও -তুমি বিশ্ব জয়ী মানব হবে।
তুমি মানুষ হোও, তবেই তো সৃষ্টি হবে সুন্দর পরিবেশ!
কোনো জাত নয় /হিন্দু মুসলিম নয়/ মানুষ হয়ে সমাজ গড়ো।
হিংসা না /ধর্ম তৈরি কর মনুষ্যত্ব বুধ থেকে।
তুমি ধার্মিক হোও /সকল ধর্মের প্রতি বিশ্বাস করে।
তুমি তো সুস্থ মস্তিষ্কের মানুষ /তোমার বিবেক বুদ্ধি আছে,
কর্মের প্রতিফল ঘটাও মনুষ্যত্ব বুধ মস্তিষ্কে রেখে।
তুমি তো শিক্ষা বিকাশে একধাপ এগিয়ে,
তবে কেনো আগুন নিয়ে খেলে করো মানুষ পোড়ার রণে।
তুমি মৃত্যু কূলের মানুষ /মনে রেখো তুমিও মরতে হবে।
ধন্যবাদ //

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ