সমসুখী গানে (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটন ১০ জানুয়ারী ২০২২, সোমবার, ০৭:৫৯:২৪পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

একই সুরে দু’টি পাখি গায় যদি গান,
পুষ্প ছড়ায়ে দেয় সুবাসিত হাসি!
জেগে উঠে কিশলয় পেয়ে নব প্রাণ,
একই সুরে দু’টি পাখি গায় যদি গান!
মৃদুলা বায়ুর বুকে মিশলে সে তান,
আলোও স্নিগ্ধ রূপে সাড়া দেয় আসি!
একই সুরে দু’টি পাখি গায় যদি গান,
পুষ্প ছড়ায়ে দেয় সুবাসিত হাসি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

২৬১জন ১৭৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ