সমসাময়িকী

কামরুল ইসলাম ৩০ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৬:১৩:২৫অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

 

আবার ঘুরে এলো ঝর্ণা

মুনিয়ার পর্ব শেষ

এভাবেই ঘুরে দাড়ায় বার বার

সোনার বাংলা দেশ ।

বাহিরে লক ডাউন, কর্মহীন স্বামী

ফুল বানুর উনুনে নাই আগুন

শিশু সন্তানের ক্ষুধা মিটাতে

বুকে আর্ত্নাদের ফাগুন ।

থেমে নেই তবুও বাংলা দেশ

সামাজিকে অসামাজিক খবর

করোনার করুন দাবানল শুধু

দুস্থদের জীবন্ত কবর ।

সোনার বাংলা  আছে কি সুস্থ

নারী শিশু আর দুস্থদের

প্রতি দিন খবর মেলে, বিকৃত সব

ভোগ বিলাসী বিত্তদের  ।

আমার ক্ষুধা,  আমার সুধা

অল্প বলে পিষে মরে

আমার শ্রমে আমার  ঘামে

বিত্তবানের চিত্ত ভরে  ।

চার দেয়ালে বন্দি যখন

অভাব খুটে সহবাসে

বাংলা যেন ভাল আছে

চিত্তরঞ্জণের খবর ভাসে ।

 

রচনা কাল ঃ ৩০/০৪/২০২১

না গঞ্জ

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ