
সময়ের সাথে পাল্লা দিতে চাই
সিংহের ত্বরিতে, মুহূর্তে মুহূর্তে;
সুগভীর বনাঞ্চল থেকে পথে প্রান্তরে
পাহাড় চূড়ায়, সবুজ উপত্যকায়,
স্বচ্ছ ঝর্ণা জলে, লোকালয়ে-ও;
ঝাঁপিয়ে পড়া ইচ্ছে গুলো চকিতে চিতার ক্ষিপ্রতায়
ছুটতে চায়, সহিংস্র উচ্ছ্বাসে, অজস্র আদিমতার উলঙ্গতায়;
উপাদেয় ননীর মত হেমন্ত শীতলতায়
শীত-বসন্তের আদুল উত্তুরে হাওয়ায়
গাঁয়ের সুগন্ধ সে দেবেই;
পথে পথে শিউলি ছুঁড়ে দিয়ে;
দহক হৃদয় স্বচ্ছ শীতল জলে স্থবির হয়ে
সমর্পিত হতে চায়, সামান্য শর্ত সাপেক্ষে।
ছবি নেট থেকে।
২০টি মন্তব্য
আরজু মুক্তা
তবুও প্রাণ জুড়াক। শিউলির সুবাসে। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় স্বপ্নরা জাগুক। উত্তুরের শীতল বুড়ি হামাগুড়ি দিয়ে আসার আগে। প্রকৃতি একটু নড়চড়ে বসুক।
শুভকামনা
ছাইরাছ হেলাল
বাহ্, আপনাকে তো হেমন্ত ধরে ফেলেছে দেখতে পাচ্ছি।
হ্যা, শীতের বুড়ির সাথে মোকাবেলা করার আগে একটু নড়াচড়া করছে আর কি!!
আরজু মুক্তা
হা হা। হৈমন্তী!!!
ছাইরাছ হেলাল
কত ভাবেই না বলা যায়, বললে।
খাদিজাতুল কুবরা
যাপিত জীবনের নানান জটিলতায় হাঁপিয়ে উঠে মনপ্রাণ।
সত্যি প্রকৃতি দু’হাতে ডাকে একটু শীতল পরশের তরে।
খুব সুন্দর কবিতা!
বারবার পড়লাম, শব্দের নিখুঁত বুনন।
ছাইরাছ হেলাল
প্রকৃতির এই ডাক আমরা সবাই শুনতে পাই না, যে বা যারা তা পেয়ে যায় তাদের ভাগ্যবান বলতে চাই।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
দু’খানা ভুল পেয়েছি মনে হয় ভাইয়া- চূড়ায় হবে আর দহক এর জায়গায় মনে হয় দগ্ধ হবে?
“শীত-বসন্তের আদুল উত্তুরে হাওয়ায়
গাঁয়ের সুগন্ধ সে দেবেই;
পথে পথে শিউলি ছুঁড়ে দিয়ে”- অস্থিরতা ডিঙ্গিয়ে একটু শীতল পরশ পেতে চাই শীত-বসন্তের উত্তুরে হাওয়ায়। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা একরাশ
ছাইরাছ হেলাল
চূড়ায় ঠিক করে নিলাম, অন্যটি দহক ঠিক আছে,
ধুর, এত দেরিতে বললে হবে!!
উত্তুরে হাওয়ার পরশ আমরা পেতেই চাই, এ বেলায়।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। দহক এখানে কি সংখ্যা না একক হিসেবে ব্যবহৃত হয়েছে? একটুখানি দেরী হয়েছে 😁😁।
ছাইরাছ হেলাল
আসলে দগ্ধ না বলে দহক বলেছি, একটু পাল্টে, অন্য কিছু না।
সুরাইয়া পারভীন
হেমন্তের শির শির হাওয়ার
শীতল স্পর্শ কবে শিহরিত করবে আমায়?
কবে শিউলি ফুলের সুগন্ধে নেচে উঠবে তনু মন?
এতো করে চাইছি, চেয়ে চেয়ে হাঁফিয়ে উঠেছি
তবুও মিলছে না শীত-বসন্তের আদলে উত্তরের হাওয়ার স্পর্শ
ছাইরাছ হেলাল
এগুলো কোন ব্যাপার না, একটু অপেক্ষা নিয়ে থাকুন,
ঠিক-ই হেমন্ত-বাতাস অনুভবে আসবে।
ভাল থাকুন।
রেহানা বীথি
আমার অপেক্ষায় ঘি ঢালা হল যেন এই কবিতা। শর্ত সামান্য হোক আর ব্যাপক, সমর্পণেই আছি।
ছাইরাছ হেলাল
আপ্নার হেমন্তকে নিয়ে আসুন যত্নে যত্নে, পরম মমতায়।
ভাল থাকুন। ধন্যবাদ।
শামীম চৌধুরী
মন ছুঁয়ে যাওয়া কবিতা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ দিচ্ছি, ভাই।
সাবিনা ইয়াসমিন
শর্ত সাপেক্ষ সমর্পণে স্বাধীনতা কই?
তৃপ্তি ! অর্পণ কী শর্তের জালে জড়িয়ে থাকবে না?
ছাইরাছ হেলাল
সমর্পণে শর্ত থাকেই, অলিখিততায়।
শর্তেই তৃপ্তি, নিঃশর্ত কোন কিছুই নেই।
এক খানা কবিতা দেলে পারতেন!!
ভাল থাকবেন।
তৌহিদ
কিছু সময় সমর্পণেই সুখ। আর সেটি প্রকৃতির মাঝে হলেতো কথাই নেই।
শুভকামনা রইলো ভাই।
ছাইরাছ হেলাল
প্রকৃত সমপর্ণ প্রকৃতিতেই পাওয়া যায়, আমার সেটাই চাই, শর্ত সাপেক্ষে হলেও।
ধন্যবাদ দিলাম।