সমর্পণের শর্ত

ছাইরাছ হেলাল ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ০৩:১৪:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

সময়ের সাথে পাল্লা দিতে চাই
সিংহের ত্বরিতে, মুহূর্তে মুহূর্তে;
সুগভীর বনাঞ্চল থেকে পথে প্রান্তরে
পাহাড় চূড়ায়, সবুজ উপত্যকায়,
স্বচ্ছ ঝর্ণা জলে, লোকালয়ে-ও;

ঝাঁপিয়ে পড়া ইচ্ছে গুলো চকিতে চিতার ক্ষিপ্রতায়
ছুটতে চায়, সহিংস্র উচ্ছ্বাসে, অজস্র আদিমতার উলঙ্গতায়;

উপাদেয় ননীর মত হেমন্ত শীতলতায়
শীত-বসন্তের আদুল উত্তুরে হাওয়ায়
গাঁয়ের সুগন্ধ সে দেবেই;
পথে পথে শিউলি ছুঁড়ে দিয়ে;

দহক হৃদয় স্বচ্ছ শীতল জলে স্থবির হয়ে
সমর্পিত হতে চায়, সামান্য শর্ত সাপেক্ষে।

ছবি নেট থেকে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ