সময়ের দাবি

হালিমা আক্তার ১২ ফেব্রুয়ারি ২০২২, শনিবার, ১১:৩২:১৩অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

এসেছিলাম তোমার দ্বারে

শিউলি ফোঁটা কোন এক সন্ধ্যা রাতে,

তুমি দ্বার রুদ্ধ করে

মনের দেয়ালে প্রাচীর গেঁথেছিলে।

অপেক্ষার প্রহর গুনে

ফিরেছিলাম একাকী

রাতের ধ্রুবতারা হয়েছিল সাক্ষী।

বহুদিন পর

দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম

ভেবেছিলাম

ঝরাপাতার সাথে ভেসে আসা

কোন বিরহীনির কান্নার সুর।

দ্বার খুলে দেখলাম

তুমি দাঁড়িয়ে পত্র হীন গাছের ছায়ায়,

চৌকাঠ পেরিয়ে হয়নি কাছে আসা

অভিমানী সময় হয়েছে বাঁধা।

সময়ের ও দাবি আছে, আছে অধিকার

বুঝতে পেরেছো কি,

জানার ইচ্ছা জাগে নাই আর।

ছবি- নেট থেকে সংগৃহীত

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ