
আত্নবিলপ্তি, জীবন সমাপ্তি -সভ্য পৃথিবী
মানব মনুষ্যত্ব ভূলন্ঠিত হচ্ছে!
সভ্যতা/ সংস্কৃতি /আশা- আকাঙ্খা/ দৃষ্টি হীন সুখ,
যন্ত্রণার আঁধারে নিঃশব্দ সরীসৃপের মধ্যবর্তী সংযোগস্থল!
সুখ, মিথ্যে মোহের ছলনায় -বিলুপ্ত ,
খণ্ডবোধ উচ্ছিষ্ট আবেগ মামতা শূন্যতা জুড়েই চলছে,
ছলনায় ছুটে চলে দিগবিদিক -অন্তিম সুখের উল্লাসে!
শূন্যতায় ক্রমাগত কসেপড়ে আমার পৃথিবী,
আমি মুক্তি চাই- তোমার উষ্ণ আলিঙ্গনে থেকে মুক্তি চাই,
চাই সমাপ্তি, সভ্যতার আড়ালে সটকে পড়ছে জীবন জ্যোতি
ভবিষ্যৎ বন্দী,বেদনায় আবদ্ধ আত্মজীবনী!
সভ্য পৃথিবী অন্তিম পথের সিঁড়ি বেয়ে খুঁজে স্বর্গ
মর্ত্যের কাছে কেউ নয় নত,
ক্ষুধার্ত, হৃদয়ের গহীন অরণ্য আনন্দ,
দুঃখ কান্না মুঠোয় ভরি, শূন্যতার কাছেই করি ভক্তি!
৪টি মন্তব্য
হালিমা আক্তার
মিথ্যা মোহের মায়ায় চারদিকে আলোর শূন্যতা। একদিন হয়তো মিথ্যা মোহের সভ্যতা শেষ হয়ে, মানবিক সভ্যতার জয় হবে। শুভ কামনা রইলো।
সঞ্জয় মালাকার
এমনটাই হোক, মানবিক সভ্যতার জয়,
সত্য আলোয জাগুক মানবিক দৃষ্টি।
অশেষ ধন্যবাদ প্রিয় আপু, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ভালো থাকবেন সব সময় শুভ কামনা 🌹🌹
সৌবর্ণ বাঁধন
সভ্যতার বুকের ভিতর গুমড়ে কাঁদে বিষন্নতা। সুন্দর লিখেছেন।
সঞ্জয় মালাকার
কৃতজ্ঞতা ও ভালোবাসা, ভালো থাকবেন শুভ কামনা।