সভ্যতার সলিলসমাধি

হালিম নজরুল ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১০:০৫:৪৩অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

কাঁদে আসমান কাঁদে জমিন
কাঁদে দূর গাঁয়ের বেনেথিয়াম রৌদ্র।
কেউ কি জানতো ওদের জন্য
আর কখনও উঠবে না ভোরের সুর্য
এভাবে স্তব্ধ হবে পাখিদের গান
ফুলকলিরা করবে অফুরাণ ধর্মঘট ।

আমরা কতটা নির্লজ্জ অমানুষ হলে
ওদের অমন অভিমান ?
ওরাতো ফিরবেইনা আর কোনদিন,

এমন নরকে না ফেরার শপথ
হয়তো অনাগত সকলের ।

ঘাসের বুকে এখনও অবিরাম আর্তনাদ ,
শরীরের এলোমেলো অংশগুলো হতবিহবল
লেপ্টে থাকা রক্তস্রোত লজ্জায় লুকায় মুখ ।
রং বদলে ফেলা সফেদ কাপড় ,
বিকৃত হওয়া বইয়ের থলিগুলো
এখনও কাঁদে ঘরে ফেরার জন্য।
পানির খালি বোতলগুলো উপচে পড়ে
কতনা কাতর চোখের জলে।
চিবুকে লেগে থাকা চুমুর দাগগুলো
প্রমানে ব্যাস্ত ওরা বলে এসেছিল
'ফেরার পর আর কটা চুমু দিও মাগো'
সব ছিনে নিল হায়েনার থাবা !

আফসোসে মন ভাঙে সমাজের ,সভ্যতার।
ঘৃণায় বুক ফাটে কর্মের;ধর্মের।
কাঁদে নদী,কাঁদে সাগর,
কাঁদে আসমান,কাঁদে জমিন,
মরুর কান্নায় ডুবে যায় সমগ্র পৃথিবী ।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ