সব স্বাধীনতা সুখের নয়

রাফি আরাফাত ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ১১:৫৯:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

একটা সম্পর্কের শেষ হয়তো দুজনের মুখের কথা দিয়ে শেষ হয়, কিন্তু শেষ করার পরও সেই ভালবাসার অস্তিত্ব মনের মাঝে থেকেই যায়। যা কখনো শেষ হয়না। হয়তো আমাদের নিজের ভুলগুলো একটা সম্পর্ক নষ্ট করতে বাধ্য করছে, সে ভুলগুলো বুজতে পেরে আজকে আমরা মুখে বলছি ' আর না,অনেক হয়েছে,সবকিছুর একটা সীমা আছে, এভাবে হয়না, এবার সব শেষ করতে হবে।' কিন্তু তারপরও সাথে সাথেই মন বলছে, "না , সে যেন চলে না যায়, আমি বকা দিলেও সে যেন চুপ করে থাকে, সে যেন তার দোষগুলো শিকার করে আমাকে জড়ায়ে ধরে, সে যেন কাঁদতে কাঁদতে বলে আর এমন হবে না।'

সম্পর্কের শেষে সব ধরনের দায়িত্ব থেকে মুক্ত বলে যখন বাসায় ফিরে আসে দুজন, তখন হয়তো নিজেদের স্বাধীন মনে হয়, কিন্তু সেই সময়টায় হয়তো জীবনের একমাত্র সময় যখন নিজেকে অনেক বেশি পরাধীন হতে ইচ্ছে করে। ' তুমি আমাকে কখনো আর ফোন দিবেনা ' বলে আসা ছেলে বা মেয়েটিও চোখ বন্ধ করে ভাবে, ' সে যেন আমাকে ফোন দেয়, সে যেন আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি, সে যেন আমাকে বলে আমি কি করছি, সে যেন আমাকে বলে আমি খেয়েছি কি না, সে যেন আমাকে বলে সত্যি কি সব শেষ? ' আমি কাঁদতে কাঁদতে বলতাম, " না" আমি শেষ করতে পারছি না'

হয়তো এখন বন্ধুদের সাথে অনেক রাত করে আড্ডা দিয়ে বাসায় ফিরলেও কারো কথা শুনতে হয়না, অথবা কলেজ ফাঁকি দিয়ে বান্ধবীদের সাথে ফুসকা খেতে গেলেও আজ কেউ কিছু বলেনা। কিন্তু তারপরও মন বলে, সে যেন আমাকে ফোন দেয়, আমি যেন তার ভয়ে তারাতাড়ি বাড়ি ফিরে যাই।

এভাবেই সম্পর্কহীন এক স্বাধীন জীবন, পরাধীন হওয়ার জন্য কাতর হয়ে উঠে। হয়তো এভাবে নতুনভাবে শুরু হয় অনেক কিছু, কিন্তু মনে মনে থেকে যায় সেই স্মৃতি, কিছু কথা, কিছু আবেগ, কিছু ভালবাসার প্রহর, যা বারবার নিজেকে অতীতে নিয়ে যায় ৷

[ সম্পর্কগুলোর শেষ হয় মুখে মুখে, কিন্তু মনে মনে থেকে যায়, তার স্পর্শ, তার কথা, তার হাসি, তার অভিমান। ]

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ