সব ছেড়ে ছুঁড়ে পালাই চলো

বন্যা লিপি ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ০৭:৪৩:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

আমাদের ঘোরলাগা সময়গুলোকে রেখে দেই নিশ্চিন্তে কোনো ফড়িংএর ডানায়। তারপর চলো ভুলে যাই সব।আমরা বরং অনিশ্চিত কোনো ইচ্ছাকে দম দিতে থাকি নিশ্চিন্তে। কিছু শব্দ ওড়াই বাতাসের অদৃশ্য পৃষ্ঠায়। অগুণতি প্রতিশ্রুতি থরে থরে সাজুক মরা কোনো বৃক্ষের তাকে। ন্যাপথলিনের দরকার হবে না কখনো।

শব্দগুলো মায়ায় ছড়াবে স্মৃতির সুগন্ধি, এক্কেবারে তরতাজা থেকে যাবে পৃথিবী ধ্বংসের শেষদিন পর্যন্ত। পাহাড় জঙ্গল অথবা লোনা সমুদ্রের কাছাকাছি কোথায় যেতে চাই আমরা! চক্রাকারে ঘুরতে ঘুরতে লাটিমের মত থুবড়ে এসে পায়ের কাছে পড়ে ফিরতি বাতাস! আমাদের পা গুলো ঠিকঠাক রেখে যেতে থাকে চিহ্ন;

চিহ্নগুলো কৌতুকের হাসি হেসে বলে..... একা হতে চাও? পালাবে কোথায়??

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ