সব কথা যায় না বলা

হালিমা আক্তার ১২ মার্চ ২০২২, শনিবার, ১২:৩৩:৫০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫ মন্তব্য

জীবনে কিছু কথা থাকে

কখনো হয় না বলতে

কথার শোধ হয় না কথাতে,

না বলা কথা গুলো অতি সযতনে

রেখে দিতে হয়, হৃদয়ের অন্তকঠুরিতে।

সব কথা বলিতে গেলে হয় মন কষাকষি

যারা তোমায় দিয়েছিল কথার তীর্যক বান

তাঁরা আজ সাধু সেজে হবে মহীয়ান।

যাহা গেছে অতলে হারিয়ে

রেখে দাও তারে অতীত গুহার আঁধারে

তুমি নিরবে বয়ে যাও বিষের বান

যা তোমায় আজ দিয়েছে সম্মান।

৩৪১জন ২৪১জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ