সব অন্ধকার

আলমগীর সরকার লিটন ১০ অক্টোবর ২০২০, শনিবার, ১২:০৮:২৮অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

হতবাক শুধু দৃষ্টির আড়ালে
এক কুয়া অশ্রু জল; শুকানোর
কোন উপায় নেই। হাহাকার
বুকের মধ্যে বজ্রপাত- কখন
হবে সুফলা শস্যের প্রভাত!

একগঙ্গা রক্ত দেখতে হচ্ছে
বার- বার-কু-শাসনে হয়েছি
মহাসম্রাট- মুখের হাসিটুকু
বেদনা ছুঁই না- শুধু লালসার
ক্ষুধা মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধতা;

ক্ষমতা তুমি আরো ঘুম পারো
যেখানে নীল মেঘ স্পর্শের
খেলা করবে না- কোন আর্তনাদ
শুনবে না- এখনী তোমার হোক
সব অন্ধকার- সব অন্ধকার।

২৫ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০
----------------------------------------

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ