
সুলেখক এবং সুপাঠক বেষ্টিত সোনেলার সৌন্দর্য লেখায় বর্ণনা করা আমার মত অতি নগন্য লেখকের পক্ষে অত্যন্ত দূরহ আর কঠিন কাজ বলে মনে হয় সবসময়। আর তাই কুঁড়েমিরাও আষ্টেপৃষ্ঠে ঘিরে রাখে সবসময়। লেখার আলস্যতায় মাঝেমধ্যে একটি-দুটি কুঁড়েমির দিনকে পিছনে রেখে যাই। ছন্দে গাঁথা কুঁড়েমির কারুকাজে সজ্জিত করি অপ্রকাশিত শব্দগুলিকে। শব্দ ছন্দে-গাঁথার কুঁড়েমির কারুকার্যে খচিত এই যে চলতি মুহূর্ত এটি বর্তমানে আবদ্ধ নয়, নির্দিষ্ট কালের গন্ডিতেও এটি পড়ে না। তাই সোনেলাকে নিয়ে লেখার শব্দগুলি থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। কারণ সোনেলা নিজেই নিজের সৌন্দর্যে উদ্ভাসিত এবং এটাই চিরন্তন সত্য।
ইতিহাস সাক্ষী- আত্মজয়ী বিশ্বজয়ী নীরব নির্ঘোবনে লেখকেরা পরাজয়ের গ্লানি মাথায় ভরে কখনতো মাথানত করেনি এবং করবেওনা। সোনেলা আজ ঊর্ধ্বগিরি চূড়ায় বসে আছে তার ভক্তিমান তুষারশুভ্র নিরবতার মধ্যে। সোনেলার আকাশে নক্ষত্ররা নিদ্রাহীন চোখ নিয়ে খোঁজে আলোকের ইঙ্গিত। অকাল ঘনীভূত মেঘ আর নিশাচর পাখির চিৎকার শব্দে সোনেলার অপূর্ণতাগুলি উড়াউড়ি করছে বারংবার।
সোনেলা আশ্বস্ত করে বলে- "ভয় নেই, তোমরা মহান সত্য প্রকাশ করে পূর্ণ হও! নিশ্চয় প্রত্যক্ষিত হবে আপন আলোতে। শব্দের গান ভাসিয়ে নিয়ে চলো সমুদ্রপথে, যেখানে সোনালি আভায় উদ্ভাসিত ঐ কাশের চামর দোলে নব সূর্যোদয়ের দিকে।"
তবে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, ব্লগে কিছু ব্লগার শুধু নিজেদের লেখা পোষ্ট করে চলে যাচ্ছেন, পোস্টে অন্যদের মন্তব্যের উত্তর দিচ্ছেন না। কেন? আমরা তা জানতে চাই। আপনার কি অন্য লেখকদের-
– লেখার বিষয় ভালো লাগছেনা?
– যার তার লেখা আপনি পড়েননা?
– আপনি অন্যদের চেয়ে ভালো লেখেন?
আবার কেউ কেউ অন্য লেখকদের লেখাও পড়তে চাইছেন না, কারন পড়লেতো মন্তব্য করতেন তাইনা? তাহলে লেখায় আপনি কি চান বা কেমন ধরনের লেখা পড়তে চান তা আমাদের বলুন? বা যারা লিখছেন তার লেখায় মন্তব্য করে জানান। কি করলে, কিভাবে লিখলে লেখাটি আরও চমৎকার হতো সেটা বলাও আপনার লেখকীয় নৈতিক দায়িত্ব তা নিশ্চই জানেন?
ব্লগে যারা লেখকীয় গুণাবলীর অন্যতম এই নিগুর সত্যটি মানছেন না, সোনেলা ব্লগ কর্তৃপক্ষ তাদের অনেকের এহেন স্ব-পক্ষপাতদুষ্ট কর্মটিকে কিছুতেই সমর্থন করতে পারছেনা।
আপনি নিজের পাঠক নিজেই তৈরী করুন। ব্লগে লেখায় মন্তব্য করলে লেখক এবং পাঠক দুজনেরই একটি মনস্তাত্ত্বিক সম্পর্ক তৈরী হয় যাতে আদতে আপনারই লাভ ছাড়া ক্ষতি নেই। একটি নির্দিষ্ট গন্ডিতে সীমাবদ্ধ না থেকে আপনার লেখাকে ছড়িয়ে দিন পাঠক থেকে পাঠকের মনে। তবেইতো ভালো ব্লগার হতে পারবেন।
আপনি ভালো লেখক হলে দু’টি গুন আপনার মধ্যে অবশ্যই বিদ্যমান থাকতে হবে।
এক- অন্য লেখকদের লেখা বেশি বেশি পড়া এবং তাতে আপনার সুগঠিত মতামত প্রদান করা এবং
দুই- অন্য লেখকদের যথাযত সম্মান দিয়ে নিজে গুণান্বিত হওয়া।
এখন আপনিই ভাবুন- আপনি কোন পর্যায়ে আছেন?
সোনেলা ব্লগ আপনাদের লেখা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার জন্য যে প্লাটফর্ম আপনাদের দিয়েছে সেটাকে বুদ্ধিদীপ্ততার সাথে কাজে লাগান। প্রতিদিন আমাদের এডমিন এবং মডারেটরগণ নিজের নাওয়াখাওয়া ভুলে দিবারাত্রি ২৪ ঘন্টা আপনাদের লেখাগুলির বিভিন্নপ্রান্তে ছড়িয়ে দেবার জন্য যে পরিশ্রম করছেন তা যদি চোখে দেখতেন তাহলে আমি নিশ্চিত আপনাদের নাভিশ্বাস উঠতো।
বিনা পারিশ্রমিকে পাবেন এমন সহযোগীতা? এডমিনরা আপনাদের জন্যই এত ব্যস্ত থাকেন যে হয়তো নিজেরা অনেকেই আপনাদের লেখায় মন্তব্য করতে সামান্য দেরী করে ফেলেন তবে তাও কিন্তু এই ব্লগের জন্য আর আপনাদের জন্যই। এইসব কাজে ব্যস্ততার জন্যই আপনাদের লেখা পড়েও মন্তব্য করতে কিছুটা দেরী হয় আমাদের।
কিন্তু আপনারা অন্য লেখকদের লেখায় মন্তব্য না করে এবং নিজেদের লেখার পরিচর্যা না করে যে ভুল করছেন তা আমরা কিছুতেই মেনে নিতে পারছিনা। আমরা দশকদম এগোলে আপনাদেরকেও কিন্তু দু'কদম এগোতে হবে তাইনা?
আমরা দশের লাঠি একের বোঝা হয়ে থাকতে চাই। হুট করে একদিন দেখবেন আপনি পাঠকশুন্য! কি করবেন তখন? লেখালিখি ছেড়ে দেবেন? পারবেন তো থাকতে? আমি কিন্তু পারবোনা। এই যে আপনাদের জন্য নিরলস রাতদিন আমরা পরিশ্রম করছি তার মুল্যায়ন কি আপনাদের কাছে চাইতে পারিনা? এই চাওয়াটা কি অযৌক্তিক?
অনেকদিন আগে একবার বলেছিলাম আজ আবারও বলছি- যেদিন দেখবো সোনেলায় আমার লেখা পাঠকশুন্য হয়েছে তোমরা জেনে রেখো সেদিন আমার লেখকীয় সত্তারও মৃত্যু হবে। মৃত্যু হবে আমার অস্তিত্বের। অবসান হবে আমার চিরঞ্জীবী মনুষ্যত্বের।
আমার কথাটি ভেবে দেখবেন কিন্তু! কারন এটি আপনার জন্যেও প্রযোজ্য।
Thumbnails managed by ThumbPress
৩৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
১০০% ঠিক।
তৌহিদ
জ্বী ধন্যবাদ আপু।
বন্যা লিপি
ওরে ভাই কি লিখলেন? একেবারে মনের মতো লেখা। সত্যি, একজন লেখক অনেকটা সময় এবং মগজ কসরৎ খাঁটিয়ে একটি লেখা উপস্থাপন করেন। দীর্ঘ সময় চলে মগজের কসরৎ। সেখানে আশানুরূপ সমালোচনা মূলক মন্তব্য না পেলে হতাস হতে হয়।মনে হয়। আমার লেখাই ছেড়ে দেয়া উচিত।
সবার প্রতি সবার আন্তরিকতা খুব প্রয়োজন।
খুব প্রয়োজনীয় পোস্ট ভাই। আশা করি সবাই বিষয়গুলো ভেবে দেখবো।
আপনাকে ধন্যবাদ।
তৌহিদ
আপু আমরা সকলেই ব্যস্ত, কিন্তু যে যখনই আসি তখন আর দশজনের লেখা পড়লেই হয়। এটা ঠিক জোড় করে লেখা পড়ানো যায়না। কিন্তু এটিতো তার ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে একজন কি করে আশা করে তার লেখাও পড়বে কেউ?
সাবিনা ইয়াসমিন
বর্তমানে ব্লগে যথেষ্ট লেখক এবং পোস্ট আসছে। কিন্তু সেই অনুপাতে কমেন্ট এর পরিমান নগণ্য, এটা ঠিক হচ্ছে না। যারা এখন শুধুমাত্র নিজের পোস্টে কমেন্ট / রিপ্লাই নিয়ে ব্যস্ত তাদের বুঝতে হবে, এভাবে চলতে থাকলে একদিন নিজেরাও কমেন্ট শুন্যতায় ভুগবেন। এতে লেখক নিজেও লেখার উৎসাহ হারিয়ে ফেলতে পারে যা কারোরই কাম্য নয়। তাই নিজের পোস্টের যত্নের পাশাপাশি অন্যদের লেখায় যাওয়া আবশ্যক। ব্লগ বা ফেইসবুক সব ক্ষেত্রেই বন্ধুত্ব নিজেকে গড়ে নিতে হয়। নয়তো অনলাইনের সুবিশাল জগতে একাকী হয়ে যাবার সম্ভাবনা থাকে।
শুভ কামনা তৌহিদ ভাই 🌹🌹
তৌহিদ
এই কথাটি অনেকেই বুঝতে চাইছেননা আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
নুর হোসেন
পুরাতন ব্লগারদের উচিত নতুনদের উৎসাহ দেওয়া, লেখা যেমনি হোক বানানে ভুলক্রটি থাকলে ধরিয়ে দেওয়া।
সবচেয়ে বড় বিষয়টি হলো, নতুনদের সহজেই আপন করে নিতে হবে।
নয়তো সিনিয়রদের বিদ্রুপ আচরণে নতুনরা উৎসাহ হারাবে।
আমি নতুন ব্লগার হিসেবে আপনাদের থেকে তাই আশা করি/করবো।
আর নতুনদের, কাজ হবে কমবেশী সকলের পোস্ট পড়ে বুঝে শুনে মন্তব্য করা।
ভাল লেখার চেস্টা করা।
মডারেটরদের উচিত নতুনদের পোস্ট যাচাই করা
অন্তত ২/১ দিন ব্লগ সম্পর্কে নতুনদের লজিক্যাল সহায়তা দেওয়া।
তৌহিদ
আপনার মন্তব্য ভালো লেগেছে তবে সোনেলায় কোন ব্লগার কাউকেই বিদ্রুপ করেননা। আপনি এ বিষয়ে নিশ্চিত থাকুন।
অন্যদের একটু সময় দিন আপনাকে বুঝতে দেখবেন সবাই আপন হয়ে গিয়েছে। ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
চমৎকার লিখেছেন দাদা, আমিও আপনার সাথে সহমত প্রকাশ করছি।
সবারই উচিত সকল লেখা পড়া এবং মন্তব্য করা।।
ধন্যবাদ দাদা শুভ কামনা শুভ ব্লগিং।
তৌহিদ
সুন্দর বললেন ভাই, ভালো থাকবেন।
শিরিন হক
আমি তখনি ভালো লেখক যখন অন্যের লেখায় আমি গুরুত্ব দেবো।
আমি তখনি ভালো পাঠক যখন অন্যের লেখায় সুচিন্তিত মতামত প্রদান করবো।
আমি আমার জন্য নই আমি সকলের জন্য।
আমি ধন্য হবো আমার মত কেউ আমাকে মুল্যায়ন করবে যেমনি আমি অন্যকে মুল্যায়ন করি।
চমৎকার লিখেছেন। সহমত প্রকাশ করছি।
সবাই আমারা তাই করবো যা আমাদের করা উচিৎ।
লিখব, পড়বো, শিখব, শেখাব…
জয় হোক সোনেলার।
তৌহিদ
ধন্যবাদ আপু। আপনি কিন্তু দারুণ লেখেন। সময় করে নিয়মিত আসুন ব্লগে।
শুভকামনা জানবেন।
মোঃ মজিবর রহমান
যৌক্তিক বাক্য ও আলোচনা গুলো। সহমত তৌহিদ ভাই। আমরা সবাই একেওপরের তরে বিলায়ে দিয়ে পারাই স্বার্থক হব। ভাল থাকুন।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন ভাই।
মোঃ মজিবর রহমান
হ্যা আল্লাহ ভাল রাখুক সবাইকে।
এস.জেড বাবু
মন্তব্যে সম্পর্ক তৈরী হয়।
এবং এটাই একমাত্র পন্থা ভার্চুয়াল/নেট দুনিয়ার।
তৌহিদ
অথচ এই বিষয়টি আমরা বুঝতে চাইনা। ভালো থাকবেন ভাই।
নাজমুল হুদা
মন্তব্যে মন্তব্যে লেখা হোক উজ্জ্বলতার প্রতীক।
আপনার এই কথাগুলোর মন্তব্য হয়ত কয়েকটি বাক্যে ব্যখা করা সম্ভব না। প্রতিটি কথা একেকটি ঠাণ্ডা মাথার বুলেট যার ফলে যে কারো মস্তিষ্ক জাগ্রত হবে নিশ্চিত।
আমি পাশে আছি যতদিন আছি সোনেলায়। নিজের মতো এগিয়ে যেতে চাই সোনেলার সকল লেখকের হাত ধরে।
পাশে আছি,পাশে থাকুন, ইনশাআল্লাহ।
তৌহিদ
ধন্যবাদ কিউটিবয়! ভালো থেকো। মন্তব্য ভালো লাগলো।
নাজমুল হুদা
তবে আমি কিন্তু কিউটিবয় না।
তৌহিদ
তাহলে কি ব্যাড বয় 😃😃
নাজমুল হুদা
না, সেডবয়!😭
ছাইরাছ হেলাল
গুণি মানুষের ভাবনা এমন ই হয়।
দেখি আমরা কতটা পরামর্শ মেনে নেই!
তৌহিদ
মানাই উচিত ভাই। এটাতো ভালোবাসার জায়গা।
নিতাই বাবু
সঠিক বলেছেন দাদা। ভার্চুয়াল জগতে আমার পরিচয় ঘটেছে শুধু মন্তব্যের মধ্যদিয়ে। আর অন্যের লেখা পড়ে। তাই আমি এখনো চেষ্টা চালিয়ে যাই একটি মন্তব্যের ঋণ শুধাতে। এটা আমার একান্ত ব্যক্তিগত মনোভাব।
তৌহিদ
ঠিকই বলেছেন দাদা। আপনার সাথে সহমত পোষণ করছি। ধন্যবাদ।
মাহবুবুল আলম
তৌহিদ ভাই!
“এক- অন্য লেখকদের লেখা বেশি বেশি পড়া এবং তাতে আপনার সুগঠিত মতামত প্রদান করা ”
আজ-কালের বেশিরভাগ লেখকই নিজের লেখার সমালোচনা মেন নিতে পারে না, এক কথায় সহ্য করতে পারে না। ভুল ধরিয়ে দিলে আপনাকে সবজান্তা আঁতেল মনে করবে, আরো আরো অনেক কিছু। তাই অনেকের লেখাতেই এক দুই বাক্যের মধ্যে মন্তব্য মন্তব্য শেষ করতে হয়।…কী লাভ একজনের লেখায় ভুল ধরিয়ে দিয়ে শত্রু হওয়ার। তাই ভার্চু য়াল জগতে অনেকটা আপোষ করেই চলতে হয়। অনেক লেখকের ধারণা তার লেখাই ঠিক, কোন ভুল হতে পারে না। কিন্তু এ কথাটা কেউ মানতে চা্য় না মানুষ মাত্র ভুল করতে পারে। আর সময়ের কথা না হয় বাদই দিলাম। ভাল থাকবেন। লোনেলার লোক হিসেবে আপনার এ নোটিশ বা ঘোষণাটা ঠিক আছে। নিরন্তর শুভেচ্ছা!!
তৌহিদ
অনেকেই আছেন এরকম ভাইয়া, তবে আমার মতে যারা বলবেন তাদের যেমন নরম ভাবে বুঝিয়ে বলতে হবে তেমনি যারা লিখছেন তাকেও সমালোচনা মেনে নেবার মানসিকতা থাকতে হবে। তাহলেই কেবল ভালো লেখক হওয়া সম্ভব।
মন্তব্যে ভালোলাগা ভাই।
সুরাইয়া পারভিন
কেবল মন্তব্য আদান প্রদান করেই লেখক পাঠক উভয়ের সুন্দর সম্পর্ক গড়ে তোলেন । চমৎকার পোস্ট
তৌহিদ
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
রুমন আশরাফ
আমি কইলাম আইয়া পরছি। মাঝে মইদ্ধে কামের ব্যস্ততার লিগা আইতে পারি না। কিন্তু মনের মইদ্ধে তো সোনেলারে গাইত্থা রাখসি।
সবাইকে শুভেচ্ছা। শুভ ব্লগিং।
তৌহিদ
হ্যা ভাই, মাঝেমধ্যে ঢুঁ মারবেন সবার লেখায়, এটাইতো চাই।
ভালো থাকবেন ভাই।
জিসান শা ইকরাম
নতুন ব্লগারদের মন্তব্য দিয়ে এটি বুঝাতে হবে,
যারা সিনিয়র এটি তাদের দায়িত্ব নতুনদের বুঝানো।
সিনিয়রদের দায়িত্ব যেন আমরা সঠিক ভাবে পালন করি।
খুবই ভালো পোস্ট,
ব্লগের প্রতি কতটা আন্তরিক আপনি তা এই পোস্ট প্রমান করে।
শুভ কামনা।
তৌহিদ
অবশ্যই ভাই, সিনিয়রদের এগিয়ে আসতে হবে আগে। ব্যস্ততা সবারই আছে। প্রতিদিন ২০ মিনিটের জন্যেও অনেকেই আসতে পারেননা।
আপনার মন্তব্যে ভালোলাগা।
কামাল উদ্দিন
অনেক ব্লগ বন্ধ হয়ে গেছে। আমি যেই ব্লগগুলোতে লিখতাম। আমার ব্লগ জীবন শুরু হয়েছিল একযুগ আগে প্যাচালি নামে একটা ব্লগ দিয়ে। খুব চমৎকার একটা ব্লগ ছিল। হঠাৎ বিনা নোটিশে ব্লগটা বন্ধ হয়ে গেল। মাথায় যেন বাজ পড়ল। সামহোয়্যারইন ব্লগের খবর আগে জানলেও ওখানে রেজিষ্ট্রেশন করিনি। প্যাচালি বন্ধ হওয়ার পর সামুতে ঢুকলাম। কিছুদিনের মধ্যেই জন্ম নিল প্রথম আলো ব্লগ। জীবনে ব্লগিং করে সব থেকে মজার সময়টা পার করেছি তখনই। মতিউর রহমান সাহেব ভিতু এবং ব্যবসায়ী লোক, তাই একটা সময় প্রথম আলো ব্লগটাকে উনি বন্ধ করে দিলেন। আমরা অনেক চেষ্টা করেছিলাম ঠেকাতে, কিন্তু পারিনি। পরে প্রথম আলোর কিছু ব্লগার মিলে আমরা ঘুড়ি নামে একটা ব্লগ খুলেছিলাম। ওখানে আমি মডারেটর ও ছিলাম।
অর্থাভাবে এক সময় সেটাও বন্ধ করে দিতে বাধ্য হই। তাছাড়াও জলছবি বাতায়ন এবং আরোও কিছু ব্লগে লিখতাম সামু ছাড়া সবই আজ বন্ধ। তাই আমা জিজ্ঞাসা সোনেলার ভবিষ্যত কি? যাকেই ভালোবেসেছি ধরে রাখতে তো পারিনি।
তৌহিদ
আপনি যে সময় ব্লগিং এর কথা বলছেন নানান ধরনের অপশক্তির কাছে নতি শিকার করে ব্লগগুলি বন্ধ হয়েছে। সোনেলায় এখন আর কেউ সেরকম লিখেওনা আর প্রতিবাদও নেই। আমরা জলের কুমিরের সাথে লড়তে চাইনা। ৮ বছরে যখন সোনেলার কিছু হয়নি তখন সামনেও বন্ধ হবেনা আশাকরি।
সাথে থাকুন।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, আশা করছি সব ভালোয় ভালোয় চলবে
তৌহিদ
ইনশাআল্লাহ ভাই 😞