বিশ্বাসে কে যেন বিষ মিশিয়ে দিয়েছে যার ফলে যেই বিশ্বাস করেছে সেই ধরা খেয়েছে। প্রথম ধরাটা খেয়েছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক মীর জাফর কে বিশ্বাস করে। তাকে বিশ্বাস করার ফলে 1757 সালে ঘাতকের হাতে নিজের জীবনটা বিসর্জন দিতে হয়েছিল।

দ্বিতীয় ধরা খেয়েছে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ধরা খেয়েছেন বাঙালি মানুষের বিশ্বাস করে।তার বিশ্বাস ছিল বাঙালিরা কখনো মুজিবকে হত্যা করতে পারে না। অতঃপর 1975 সালে তার এই বিশ্বাসের প্রতিদান হিসেবে সবথেকে কাছের কিছু ঘাতকের হাতে বন্দুকের গুলিতে জীবন দিতে হয়েছে।

প্রিয় মানুষগুলো বিশ্বাসে বিষ মিশিয়ে দিতে পারে খুব সহজেই।যে মানুষ গুলোর কাছে বিশ্বাসের মর্যাদা ছিল সবচেয়ে বেশি। তারায় বিশ্বাসের অমর্যাদা করে ফেলেন‌।

যাদেরকে মনে প্রাণে বিশ্বাস করবেন তারাই সময় করে ফুসফুসে বিষ ঢুকিয়ে দেবেন। তারপর বিষিয়ে তুলবে জীবনটাকে।

পৃথিবীতে সবচেয়ে দামি বিষ কি তা আমি জানিনা , কিন্তু সবচেয়ে দামি বিশ্বাস শব্দটাতে যে কোনো হালকা বিষ মেশানো হোক না কেন, তখন সবচেয়ে দামি বিষ হয়ে যায়। দামি জিনিসের বর্ণনা যদি বলি তাহলে বলতে হবে, যার কোন দ্বিতীয় হয় না ।যেমন হীরা মানিক মুক্তা।
দামি কোন রোগ যার কোন প্রতিকার সাধারণত হয় না ,যেমন ধরুন ক্যান্সার ।
আর সবচেয়ে দামি বিষ বিশ্বাসঘাতকতা যার কোন প্রতিষেধক নেই ।

আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি বিশ্বস্ত বিশ্ব হচ্ছে বিশ্বাসঘাতকতা।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ