সদাই-পাতি

মুহম্মদ মাসুদ ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০৬:২৭:২৫অপরাহ্ন ছোটগল্প ৬ মন্তব্য

 

সিগারেট?

হুমম, টানি।

কখন?

যখন তুমি ধরিয়ে দাও।

আমি! কখন ধরিয়ে দিলাম?

কেন, গতরাতে তুমি স্বপ্নে এসে ছিলে।

 

প্রথম কবে দেখে ছিলে?

শুক্রবারের সন্ধ্যায়

কোথায়?

তুমি ছাঁদে ভিজছিলে।

আমি! আমিতো বছর হলো বৃষ্টিতে ভিজি না।

মিথ্যা বলছো নাতো।

না, সত্যি বলছি। মিথ্যা বলিনি।

কেন? তুমি সন্ধ্যার বর্ণিল আলোকসজ্জায় ছাঁদে দাঁড়িয়ে কথা বলোনি।

হুমম, বলেছি।

তবে, তবে যে বললে।

 

আচ্ছা! যদি আমি হারিয়ে যাই।

কোথায়?

অজানাই।

তবে, অজানাই যাওয়ার ঠিকানা দিয়ে যেও।

কেন? ঠিকানা...।

না, তুমি তো সেখানে না খেয়ে থাকবে।

তাতে কি?

আমি কিছু কমলালেবু, আঙুর, নাশপাতি পাঠাবো।

কেন? এতকিছু কেন?

যাতে তোমার চাঁদমুখটি শুকিয়ে চুপসে না যায়।

 

একটা কথা বলি।

হুমম, বল।

আচ্ছা, যদি আমি পালিয়ে যাই।

যাবে। সমস্যা কি?

সমস্যা নেই। অন্য ছেলের সাথে পালিয়ে গেলেও সমস্যা নেই।

না নেই।

কেন নেই?

কারণ, অন্য সেই নাদুসনুদুস গোলগাল বোকা ছেলেটি আমি।

 

চলো।

কোথায়?

ক্ষিধেয় পেট চোঁ চোঁ করছে।

কি খাবে?

জাহান্নাম খাব।

নিশ্চয়ই খাবে।

নিশ্চয়ই খাব মানে কি?

চলো এখন বিয়ে করে জাহান্নাম পুড়িয়ে পুড়িয়ে খাই।

হি হি হি...

হাসছো কেন?

তোমার কথা শুনে।

ভালো লেগেছে তাহলে।

হুমম, লেগেছে।

তাহলে...

তাহলে কি?

তাহলে, আমি তোমাকে ভালোবাসি বলো।

 

ভালোবাসো?

হুমম, বাসি। বড্ড ভালোবাসি।

কতটুকু?

যতটুকু আমি অগোছালো।

কতটুকু অগোছালো?

যতটুকু তুমি আমাকে গোছাও।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ