সত্য মিথ্যা- ১ //

বন্যা লিপি ২৮ জুন ২০১৯, শুক্রবার, ১১:৩৮:৪৮অপরাহ্ন গল্প ২৭ মন্তব্য

ঝিরি ঝিরি বৃষ্টি চোখে মুখে মেখে মেখে ব্রাশ করছে অদ্রি।গুন গুন করে যাচ্ছে অস্পষ্ট গোঙানী'র মতো.... "কেন খুলেছো তোমারই জানালা, কেন তাকিয়ে রয়েছো জানিনা তো"...........। মুখের থুথু দুরে ছুড়ে ফেলতে যেতেই.... কানের কাছে একটা প্রশ্ন শোনা গেলো। অস্পষ্ট!! থুথু ছিটকে গিয়ে নদীতে পরলো। লঞ্চ নলছিটি ঘাটে এসে ভিড়েছে। বেশি সময় আর লাগবেনা। ঝালকাঠি পৌঁছুতে। লঞ্চে সাধারনতঃ ভালো ঘুম হওয়ার কোনো কারন নেই।খুব সকালে ঘুম ভেঙে যায়।অভিজ্ঞতা একেবারে নতুন।প্রথমবারের মতো ঢাকা ফেরৎ অদ্রি'র আব্বা,আম্মা,ভাই আর অসুস্থ্য বোনটার সাথে। ডাক্তার দেখাতে গিয়েছিলো ঢাকা।ফেরার পথে এখন। প্রশ্নটা কি ছিলো? আগ্রহ হলোনা জানতে, কে ছিলো তাও না। আশে পাসে এক লাল জংলী ছাপার শাড়ি পড়া বেটে খাটো বউ ছাড়া নজরে আর কাউকে দেখতে পায়নি অদ্রি। মনোযোগ নদীর বুকে ঝিরি ঝিরি বৃষ্টির দিকে আর অতি জনপ্রিয় ব্যান্ডের ওই গান। প্রশ্নটা এবার জোড়ালো এবং উদ্দেশ্যমূলক বলে ঘুরে দাঁড়াতে হলো, সরাসরি অদ্রি দেখলো জংলী ছাপা শাড়ি পড়া বউটার দিকে। পূর্ন দৃষ্টিতে অদ্রি'র উত্তরের অপেক্ষা করছে।
অদ্রিঃ আমাকে কিছু বললেন আপনি?
----"আপনি কি অদ্রি?
অদ্রিঃ হ্যাঁ.... আমি অদ্রি!! কুন্ঠা আছে মনে হলো! আবারো প্রশ্ন করলো বাবা'র নাম পরিচয় দিয়ে.... "আপনি কি তাঁর মেয়ে?
অদ্রিঃ হ্যাঁ, আমি তাঁরই মেয়ে!! কিন্তু......!!!
স্থানটা শুন্য ছেড়ে দিলো ইচ্ছে করেই। সাধারন ভদ্রতা।এরপরে আপনি আপনার পরিচয় দেবেন ভেবে অদ্রি ঠোঁটের কোনে হাসি ঝুলিয়ে রেখে অপেক্ষা করছে। বাবা প্রাতঃকালীন কার্যাদি সম্পন্ন করে কেবিনের উদ্দেশ্যে লঞ্চের ওয়াশরুম থেকে বেরহয়ে হেঁটে আসছেন দেখে বউটি পাশ কেটে স্বসম্ভ্রমে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধায় ছালাম পেশ করলো। অদ্রি অবাক হয়ে তাকিয়ে দেখলো। কিছু জানতে চাইলো না। অদ্রি অপেক্ষা করছে বউটির পরিচয় জানতে। বাবা কেবিনে ঢুকতেই ফিরে পাল্টা প্রশ্ন করে বসলো.... " অদ্রি, তুমি আমাকে এখনো চেনোনি? "......অদ্রি লজ্জায় পরে গেলো। এমন তো হবার কথা নয়!!! খুব ভালো যাদের চেনা জানা আছে.... তাঁদের দু,চার,পাঁচ বছরের ব্যাবধানে চেনা মুখ অচেনা হয়ে যাবে?? কে হতে পারে? নিজে থেকে স্মৃতী'র কপাটে বার কয়েক আঘাত করে ফিরে এলো অদ্রি.... খুললোনা বন্ধ কপাট স্মৃতির। স্ব-কৌতুকে কালো চোখের মনি আরো বেশি স্ফটিকের মতো চকচকে করে হেসে যাচ্ছে বউটি। দেখে মনেও হচ্ছেনা
খুব বেশি বয়সের দূরত্ব, অদ্রি আর বউটার।

...............চলবে-

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ