সত্যের পথে

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ০৭:১৩:২০পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
  1. ৪+৪/৪+৪/৪+১

    মিথ্যা ছাড়ো সত্য ধরো
    নইলে মিথ্যায় পুড়ে মরো
    আখের হবে ভার,
    সত্যের পথটি ধরে রাখো
    জনম জনম সুখে থাকো
     তবেই হবে পার।
    সত্যের পথে শান্তি মিলে
    মিথ্যার পথে ভয়’যে দিলে
    মনটা কাঁপে আজ,
    ধরার বুকে সত্য হলো
    মিথ্যার চেয়ে ভীষণ ভালো
    নেই বলতে আর লাজ।
    ধরার যত সাধু লোকে
    সত্যের পথে তারা থাকে
    করে না তো ভুল,
    ধরার বুকে পাপী যারা
    ভীষণ মিথ্যা বলেন তারা
    নয়তো সাদা ফুল।
    সত্যের পথে চলে ভাই সব
    মিথ্যা নিয়ে নেই কলরব
    চলে সত্যে পথ,
    জীবন মুখে খাড়া থাকা
    মিথ্যায় ভীষণ কালিমাখা
    চলবে না প্রাণ রথ।
    রচনাকালঃ
    ১৬/০৭/২০২১
  2.  
৩৩৪জন ২৬৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ