-
৪+৪/৪+৪/৪+১
মিথ্যা ছাড়ো সত্য ধরো
নইলে মিথ্যায় পুড়ে মরো
আখের হবে ভার,
সত্যের পথটি ধরে রাখো
জনম জনম সুখে থাকো
তবেই হবে পার।
সত্যের পথে শান্তি মিলে
মিথ্যার পথে ভয়’যে দিলে
মনটা কাঁপে আজ,
ধরার বুকে সত্য হলো
মিথ্যার চেয়ে ভীষণ ভালো
নেই বলতে আর লাজ।
ধরার যত সাধু লোকে
সত্যের পথে তারা থাকে
করে না তো ভুল,
ধরার বুকে পাপী যারা
ভীষণ মিথ্যা বলেন তারা
নয়তো সাদা ফুল।
সত্যের পথে চলে ভাই সব
মিথ্যা নিয়ে নেই কলরব
চলে সত্যে পথ,
জীবন মুখে খাড়া থাকা
মিথ্যায় ভীষণ কালিমাখা
চলবে না প্রাণ রথ।
রচনাকালঃ
১৬/০৭/২০২১
-
৩৩৪জন
২৬৭জন
৮টি মন্তব্য
আরজু মুক্তা
একটা মিথ্যা বললেই আর একটা বলা লাগে। এহন্য সত্যই ভালো
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
হালিমা আক্তার
সত্য চির সুন্দর। মিথ্যা আঁধারে ঢাকা। চমৎকার কাব্য। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সত্যের জয় হোক — চলে সত্যে পথ,
জীবন মুখে খাড়া থাকা
মিথ্যায় ভীষণ কালিমাখা
চলবে না প্রাণ রথ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা আপনার প্রতিও ভাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ