সত্যি-হাসির ছোঁয়া

ছাইরাছ হেলাল ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১০:২২:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

জমে থাকা ধুলোর পাহাড় পার হয়ে এসেছি অবলীলায়
বিদায়-হাতগুলোর ক্ষয়ে যাওয়া হাড়-গোড় সেখানেই
পড়ে থেকে থেকে নিঃশেষ হতে দেখেছি।

হতাশ-কাকদের ডানা ঝাপটানো-দাপাদাপিতে ফিরে আসেনি কেউ-ই;
শঠতা ও হানাহানির জ্বলন্ত অভিশাপ বয়ে বেড়াতে দেখেছি;
পরিত্রাণ বিহীন ন্যাড়া –মাথার সঙ্কীর্ণতা, ছিনিমিনি-চিকন খেলার ছাপ
বাতাসে, গুমোট-তুচ্ছতার প্রতিনিধি;

ধূলি আর মৃত্তিকালগ্নতার পথে শিশির-কুয়াশার ভাঁজে
শ্লীলতার অন্তহীন জীবনের হাতছানি জন্মান্তরের চোখে;
কুহক-ছোঁয়া শরীরের ফাঁকিঝুঁকিতে বন্দি হয়ে আছে/গেছে;
অকুল শূন্যতার মাঝে;

টুটি-চাপা-হাসি!!
সে এখন ধরা-ছোঁয়ায় সত্যি হয়ে গেছে!!

ছবি নেটের।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ