সঞ্চয়ের স্বপ্ন-স্বর্গ

ছাইরাছ হেলাল ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ০৯:৫১:৫৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

ভাবলেশহীন নিস্পলক চোখে স্মৃতির পাতা উল্টাই
হিসেবের নিকেশ ছাড়াই, স্বপ্নের সীমা ছাড়িয়ে,
আনন্দ শয়ানে –না,
অধীর হয়ে ফেলে আসা দিন পঞ্জির;

রঙ্গিন পাতা জুড়ে কলম-রেখায় আঁকা হয়ে আছে কত কী!
আনন্দ বেদনার বাঁকে বাঁকে বৃষ্টি ধারার মত
ভালোবাসা-বাসির নকশী কাঁথায়;

নীলাকাশ ছুঁয়ে জ্যোৎস্না-প্লাবিত কাশবন
বয়ে যাওয়া ধানসিড়ির স্তব্ধ নিস্তব্ধতায়
কত গল্প কত স্মৃতি, বৃষ্টি ধোয়া সবুজের মৃদু সুবাস;

ধূসর জৌলুশ-হীন ঝাপসা দৃষ্টি মেলে
চড়াই ওৎরাই এর সিঁড়ি ভেঙ্গে অলস সময় স্রোতে
সবুজে ছাওয়া সঞ্চয় স্বর্গের স্বপ্ন দেখি, ঝাঁক বাঁধা মানব হৃদয়ে;

ছলনার রমণ-গাঁথা সে আমার চাওয়া-না।

ছবি নেটের।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ