সঙ্গ

মোঃ মজিবর রহমান ২১ নভেম্বর ২০২১, রবিবার, ০২:০৩:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

সবুজে সবুজাভা
নীলিমায় নীলাম্বরী
রুপে অতুলনীয়
হৃদয় জুড়ানো আনন।

আমি মজি প্রেমালাপে
সঙ্গী তুমি আপন মনে
কানন আসিল ফুল
তুমি রচিলে ভালোবাসার ফুল।

ঝুম ঝুম বৃষ্টির ছন্দ
তোমার মুখের কথায় আনন্দ
শীতে লেপের আসক্ত
একই চাদরে ভালোবাসার সঙ্গ।

বৃষ্টির দানা গায়ে হানা
উতলা মন উতলা তুমি
লাজুক হাসি তোমায় ভালোবাসি
মন মাতানো উজাড় ঋতি।

৪২২জন ২৯০জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ