সংসারী বউ
♥♥♥
তুমি আমার বিপদের বন্ধু
চলার পথের সাথি,
দিতে পারিনি এখনও তোমায়
মুক্তার মালা গাঁথি।
সংসার নামের জটিল সমীকরণে
করেছি তোমায় বন্দি,
টানাটানির সংসারে পারিনি করতেc
বিত্তের সাথে সন্ধি।
কষ্ট করছো গাধার মত
খাটছো যেন কামলা,
জানিনা তোমাতে জমে আছে কত
আমার বিরুদ্ধে মামলা।
আছে আছে জানিও আমারও আছে
সুন্দর একটি মন,
দেখাবো সেদিন আসবে যখন
দু’হাত পুরায়ে ধন।
১৭/০৫/২০১৪ইং
ইং
Thumbnails managed by ThumbPress
১৮টি মন্তব্য
ফারহানা নুসরাত
বউ এর প্রতি খেয়াল করেছেন জেনে ভাল লাগছে।
ভাইয়া বানানের প্রতি আরও যত্নবান হবেন আশা করি।
চাটিগাঁ থেকে বাহার
সকলের উচিত বউয়ের প্রতি খেয়াল রাখা। বউ তো রবোট নয় যে শুধু খেটেই যাবে….
বানান কয়েকটি ঠিক করেছি, আরো কোনটি ঠিক করতে হবে যদি বলে দিতেন।
অপার্থিব
বউয়ের প্রতি প্রেম দেখি একেবারে উছলিয়ে পড়ছে, জোকস এপার্ট, ভাল লেগেছে লেখাটি।
চাটিগাঁ থেকে বাহার
বউয়ের প্রতি সকলের প্রেম উছলিয়ে উঠা উচিত।
ধন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
বানানে অনেক ভুল।
ঠিক করে নিলে ভালো লাগার মতোই লেখা হয়ে উঠবে।
চাটিগাঁ থেকে বাহার
এখন দেখেন তো আপি আর কোনটি কোনটি ঠিক করতে হবে। ধন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
বন্ধি = বন্দী
বিত্ত্ব = বিত্ত
গাদা = গাধা
আর ছন্দ নিয়ে লিখতে গেলে খেয়ালে রাখবেন ছন্দপতন যেনো না হয়।
চাটিগাঁ থেকে বাহার
বাংলা একাডেমির বানান অভিধান মতে ‘বন্ধি’ ঠিক অাছে।
অন্য দুটো ঠিক করে দিয়েছি।
আবারও ধন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
বন্দী আর বন্ধীতে পার্থক্য আছে। বন্দী মানে আটকানো।
বন্দী: Bangla to Bangla
বন্দী [ bandī] বি. 1 অবরুদ্ধ ব্যক্তি (‘বিকৃত ক্ষুধার ফাঁদে বন্দী মোর ভগবান কাঁদে’: প্রেমেন্দ্র); 2 কয়েদি (জেলের বন্দিরা)। ☐ বিণ. আটক, অবরুদ্ধ (জলবন্দি, বাক্সবন্দি)। [ফা. বন্দী তু. সং. বন্দিন্]। স্ত্রী. বি. বিণ. বন্দিনি। ̃ দশা বি. বন্দি অবস্হা। ̃ পাল বি. কারাধ্যক্ষ, jail superintendent (স. প.)। ̃ শালা বি. কারাগার, জেলখানা।
বন্দী [bandī] (-ন্দিন্) বি. (প্রধানত রাজারাজড়াদের) বন্দনাগায়ক (‘বন্দীরা ধরে সন্ধ্যার তান’: রবীন্দ্র)। ☐ বিণ. বন্দনাকারী। [সং. √ বন্দ্ + ইন্]। স্ত্রী. বি. বিণ. বন্দিনী।
আর বন্ধী শব্দের অর্থ অন্যভাবে যায়।
বন্ধী: Bangla to Bangla
সম্বন্ধী [sambandhī] (-ন্ধিন্) বিণ. সম্বন্ধযুক্ত। ☐ বি. (বাং.) 1 শ্যালক; স্ত্রীর দাদা; 2 কুটুম্ব। ̃ য় বিণ. বিষয়ক, সম্পর্কিত (চরিত্রসম্বন্ধীয় কুত্সা)। স্ত্রী. ̃ য়া।
চাটিগাঁ থেকে বাহার
আমি দীর্ঘ ই-কারকে হ্রস্য ই-কার করেছি বাট ধ-কে দ করিনি, এটা আমার ভুল।
ওটা হবে বন্দি।
চাটিগাঁ থেকে বাহার
মন্তব্যে স্কীনশট দিতে পারছি না।
মৌনতা রিতু
ভাই, আপনি যে উপলব্দি করেছেন এটাই অনেক। এটাই বা কজন করে।
বানান ও লেখার লাইনের মাঝে ফাঁক অনেক।
খেয়াল করলেই হবে।
ধন্যবাদ ভাই।
চাটিগাঁ থেকে বাহার
প্রতি লাইন লিখে এন্টার দিলেই লাইনের মাঝে ফাঁক এসে যাচ্ছে।
এটার সমাধান আমার জানা নেই। ধন্যবাদ আপনাকে।
ফারহানা নুসরাত
লিখে আপনাকে দৃশ্যমান অপশনে সিলেক্ট করে তারপর প্রকাশ করতে হবে। আশাকরি সমাধান হবে।
মিষ্টি জিন
আহারে বউয়ের প্রতি কতো ভালুবাসা.. :D)
ভাল হয়েছে লেখা।
চাটিগাঁ থেকে বাহার
ধন্যবাদ আপনাকে।
নীরা সাদীয়া
আসুক সে দিনটি,যেদিন মিলবে প্রশান্তি।
চাটিগাঁ থেকে বাহার
আসুক, খুব তাড়াতাড়ি……..