সংরায়নে আত্মবিলুপ্তি জাতি

নাজমুল হুদা ৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০৩:৪৮:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

কেউ পর্যাপ্ত উৎসাহ আর অর্থ পেয়েও পড়তে চায় না। আবার কেউ কিছুই পায় না তবুও পড়তে চায়। পড়াশোনা তো এখন কেবল ব্যবসা জাতীয় প্রডাক্ট, মানবতার গ্যারান্টি নাও থাকতে পারে। কার বেশি কার কম এসব তুলনা করতে আসা ব্যক্তিরা তৃতীয় স্তরের সমাজকে শোষণ করে উপরে উঠতে চায়।

নিচে থেকে উপরে উঠার স্বাদ মাঝখান থেকে ভোগ করে সংরায়ন পদ্ধতির ভাষায় মানবতা দেখাতে এসে পোয়াতি বাঙালি সেজে লাভ কী? পারলে অন্যকে সম্মান করেন, না পারলে ঠোঁটে খিল এঁটে শোষণের বই পড়েন। টাকা দিয়ে চেয়ার কিনা যায়, চেয়ার বসানোর জায়গাটা নোংরা কিনা সেটা ভাবছেন- কখনও।

আমাদের ব্যক্তিগঠনে বড় বড় শিক্ষাকেন্দ্রের গল্প শুনাতে এসে তোমরা গলা চিলোনো মুরগি প্রমাণ করার পদ্ধতি দেখাইও না। এসব আমরা দেখি না।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ