ষোড়শী

আরজু মুক্তা ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৮:৩৬:২৪অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য

নীল চাঁদের আলোকিত

অংশ নিয়ে নিলেই

দীর্ঘ অমাবস্যা------!

 

এই কথা জেনে ষোড়শী

দীর্ঘ রজনী অপেক্ষা করলো

দরজার পাশে।

কলিংবেলও গেলো ছুটিতে।

 

আর ছেলেটির,

বিষণ্ন দুপুর;

ফিলোসফি থেকে হয়ে ওঠে

খরস্রোতা কর্ণফুলী।

 

একটা নির্বোধ প্রেম

বিকেলে এসে নিউটনের

মাধ্যাকর্ষণ থিউরি উন্মোচন করে।

 

অথচ,

প্রায়ই স্কুলে যাওয়ার পথে

হাজারো শব্দের মাঝে

ঘুমিয়ে পরে ভাড়াটে পথ।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ