ষোড়শী

প্রদীপ চক্রবর্তী ২৪ জুলাই ২০২১, শনিবার, ০৮:৪৯:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

একবার আকাশের দিকে তাকিয়ে দেখো।
সবে পূর্ণিমারচাঁদ।
সে এক চাঁদ নয়,
দেখতে অবিকল তোমার মতো এক ষোড়শী কিশোরী।

খোঁপায় ঝিনুকের মালা।
কর্ণে গ্রথিত মহুয়াফুল।
চোরাবালির মতো চিকচিক করছে নাকের নোলক।

একবার আকাশের দিকে তাকাও,
দেখতে পাবে সে চাঁদ অবিকল তোমার মতো।

রূপোলী জ্যোৎস্নায় মাঠভরা ইরিধান।
গাভীর পদচিহ্নে জমে থাকা বৃষ্টির জল।
নববধূর কণ্ঠে ব্রজবুলি।
চারদিক জুড়ে ছাতিমের গন্ধ।
গোধূলী শেষে সে সন্ধ্যায় আকাশের আধখানা চাঁদ,
আধখানা কপালে তার রক্তচন্দনের ফোঁটা।

সে চাঁদ আষাঢ়ি পূর্ণিমার।
সরোবরে ফুটে ওঠা পদ্মফুলের মতো।
যেখানে ভ্রমর আর ভ্রমরী নির্যাসের স্পৃহা খুঁজে!

বরং তুমি এসো নিয়ম করে, যেখানে সন্ধ্যা নামে ভাটিয়ালি বাঁশির সুরে।
এসো কাছাকাছি আলোকিত পূর্ণিমা রাত্রিতে।
যে রাতে আকাশের চাঁদকে সাক্ষী করে,
তোমায় ছোঁয়াতে পারি রাঙা সিঁদুর।

একবার আকাশের দিকে তাকিয়ে দেখো।
সে স্নিগ্ধ চাঁদের মতো তুমিও এক ষোড়শী কিশোরী।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ