ষঠীক বাভে বাংলা লীখূন

আনন্দধারা বহিছে ভুবনে ২০ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ০৯:২৮:৩৪অপরাহ্ন অন্যান্য ৪৯ মন্তব্য

আঝকাল ষঠীক বাভে বাংলা খূব ষল্প ষংখক বাঙালি লেখেণ। বাংলা ভাশার পোরোতী তেমণ ঘুরুত্ব না দেওয়াঈ এর কারোণ।ক্লাষে ষীক্ষকগণ তেমোণ মণোজোগী নয়েন।ফলে ছাতরোছাতরিরাও পরায় ফাকি দেণ।তাড়া ভূল ভানানে  উততর পতড়ো লেকায় পরিক্কায় আভার কোম নাম্ভার পাণনা,ইয়াতে বোজা ঝায় ষিক্ষকগনও বাংলা ভানানে অবিগগ ণা।

আঝকাল ষবকিচু আদুনীক এবং ডীঝীটাল হয়েচে।বাংলা ভানাণ এর পোরোতি ঝত্নবান এবং মোণোঝোগি করার জইন্য অণতত বাংলা কেলাষ চলার সোময় ' ভূল শবঈ ভূল এঈ যিবোনের পাতায় পাতায় ঝা লেকা সবী ভূল' এই গাণটা বাঝানো জাইতে পাড়ে।

আগএ আমী পোরচূর বাণাণ ভূল করতাম।অনীকেত ণণদীণী আপূর ** আ মরি বাংলাভাষা! ** পোষোট দেকে আমী সোচেতোন হয়েছী।এখন ষূদ্দ বাংলা লেখি।ভানাণ ভূল হয়ইনা বলা ঝায়।

যারা ভুল বাংলা বলে তাঁদেরকে কটাক্ষ করার জন্য এই পোষ্ট।নন্দিনি আপু আবার ভুল না বোঝেন।

0 Shares

৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress