মুজিব হলো শ্রেষ্ঠ নেতা
বাঙালির ওই জন্য,
মুজিবকে যে পেয়ে জাতি
জীবন তবে ধন্য।
মুজিব হলো বাঙালির ওই
স্বাধীনতার জনক,
তার ইতিহাস ওই জগৎ জুড়ে
করছে মাইল ফলক।
মুজিবের ওই নেতৃত্ব ভাই
মুক্ত হলো ভূমি,
মুজিব হলো নক্ষত্র তুল
তোমায় সবাই চুমি।
তোমার জন্য দেশের মানুষ
স্বাধীন ভাবে চ’লে,
মুজিব হলো জাতির পিতা
সারা বিশ্ব ব’লে।
হাজার বর্ষের শ্রেষ্ঠ তুমি
তুমি বাংলার আলো,
তোমায় ছাড়া বাঙালির প্রাণ
ভীষণ ভীষণ কালো।
রচনাকালঃ
১৩/০৮/২০২১
৪+৪/৪+২
——————————-
রক্তাক্ত আগস্ট
জাহাঙ্গীর আলম অপূর্ব
শোকের ছায়া আগস্ট জুড়ে
মুজিব ভক্তের চোখে,
মীর জাফররা সোনার বাংলায়
বেঁচে আছে দুখে।
মুজিব ভক্ত মুজিব সেনা
অঝোর ধারায় কাঁদে,
শেখ মুজিবকে হত্যা করে
বাঙালিরা সব ফাঁদে।
এমন দিনটি দেখতে হবে
ভাবেনি কেউ কভু,
মীর জাফরের বংশের লোকতা
দিয়ে গেলো তবু।
মুজিবের ওই রক্ত সারা
দেশে গেছে ছেয়ে,
তাঁহার কীর্তি কাব্য বাংলা
তাঁহার গানটা গেয়ে।
শত কষ্ট করে মুজিব
স্বাধীন করলো বাংলা,
চাইলে কেউ না করতে পারে
ইচ্ছে খুশি হামলা।
সোনার বাংলায় মুজিব কীর্তি
ভুলবে না তো কেহ,
তাঁহার জন্য বাংলার নরের
বেঁচে আছে দেহ।
রচনাকালঃ
০৯/০৮/২০২১
৪+৪/৪+২
১০টি মন্তব্য
হালিমা আক্তার
মীর জাফরেরা সব সময় ছিল। বিনম্র শ্রদ্ধা শহীদদের প্রতি। খুব ভালো লিখেছেন। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা।
তবে সবার বিচার এই দুনিয়াতেই হবে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।
সুপর্ণা ফাল্গুনী
বিনম্র শ্রদ্ধা রইলো। রক্তঝরা আগস্ট কেউ যেন ভুলে না যায়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ঠিক বলেছেন কবি….
শুভকামনা রইল।।।
নিতাই বাবু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মুজিব বাংলার অবিসংবাদিত নেতা আর মুক্তির সেনানী। চমৎকার বলেছেন —- মুজিব হলো বাঙালির ওই
স্বাধীনতার জনক,
তার ইতিহাস ওই জগৎ জুড়ে
করছে মাইল ফলক
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।।