শ্রী

এজহারুল এইচ শেখ ২৯ জুলাই ২০১৩, সোমবার, ০৮:৪৭:৪৯অপরাহ্ন বিবিধ ৫ মন্তব্য

বৃষ্টির সৃষ্টি ও ধংসের
মাঝের স্থানটুকু বৃত্ত নয়
অধিবৃত্ত,
সেখানেই সভ্য জাতির বাস আর যত
কৃষ্টি,
এই সল্প পরিসরেই জন্ম মৃত্যুর নট নৃত্য,

অদৃশ্য আলোকে দৃশ্যগুলোয়
ঘুম ভাঙে,
শিরদাঁড়ার স্পন্দনে হিম হয়ে নামে কল্যানের
শ্রী,
পথের লালন একতারা ফেলে সরোদ ধরে পিয়ানোর ঢঙে…

খেয়াল কাটার পর,
দোতারা ফের ঘোরে,
অলিখিত নোনালাগা জমিতে, ছায়া পথধরে বাজে জলঙ্গীর
চোরাগোপ্তা উল্কাপাতের রাগ…

নিশিকান্তের ঘরের
রেডিওতে,উপবাসী প্রভা চাতকের কন্ঠে
শোনে!

@ বাড়ি,
তারিখ-২৯/০৭/১৩
সময়-২ঃ০০ দুপুর

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ