
প্রণয়ে মেতেছে যতো আবডালে পাখি
মাতাল লহরি হাসে লাজে রাঙা ঘাটে,
মেঘের আঁচল তলে মেলে দু’টি আঁখি
শ্রাবণ এসেছে শুনে এ গাঁয়ের বাটে।
সোহাগে কাঁকালে চেপে ফুলে ভরা ডালা
নাচনে জেগেছে শ্যামা তটিনীর কূল,
সবুজ ফসল গেঁথে বরিষণে মালা
খোপায় জড়াতে সেও করেছে কি ভুল!
নাইওরে এসেছে আজি মেয়ে তার বাড়ি
প্রবাহ এমনই এক জননীর মতো,
বিজলী বাজায়ে তাই ঘুরে ঘুরে হাড়ি
দিতেছে খবর বুঝি হেঁকে অবিরত।
মজেছে এহেন রূপে পাড়াগাঁ’র আশা,
নীলিমা থেকেও দূরে নয় কি গো চাষা!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর কবি দা অনেক শুভেচ্ছা রইল
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
মনির হোসেন মমি
জীবন ঘনিষ্ট।চমৎকার উপস্থাপনা।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিমা আক্তার
চমৎকার কবিতা। শুভ রাত্রি।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আন্তরিক!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সাবিনা ইয়াসমিন
এবছর বাংলার প্রকৃতিতে বর্ষার চিরচেনা রুপ প্রকাশ পায়নি। আপনার সনেটে পেয়েছে।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
চরম প্রাকৃতিক বিপর্যয়!
তবে গত দু’দিন থেকে এ’ এলাকাটা
বেশ বৃষ্টিমূখর হয়ে আছে!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
ছাইরাছ হেলাল
আপনার লেখা পড়ে শ্রাবণ শ্রাবণ টের পাচ্ছি, প্রকৃতিতে না।
বোরহানুল ইসলাম লিটন
বিপর্যস্ত প্রকৃতি!
ক’দিন থেকে যেন একটু শ্রাবণের ছোঁয়া পাচ্ছি!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিম নজরুল
চমৎকার ছন্দে লেখা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!