শ্রাবণের বুকে (সনেট)

বোরহানুল ইসলাম লিটন ৩১ জুলাই ২০২২, রবিবার, ০৫:৫০:০৪পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

প্রণয়ে মেতেছে যতো আবডালে পাখি
মাতাল লহরি হাসে লাজে রাঙা ঘাটে,
মেঘের আঁচল তলে মেলে দু’টি আঁখি
শ্রাবণ এসেছে শুনে এ গাঁয়ের বাটে।

সোহাগে কাঁকালে চেপে ফুলে ভরা ডালা
নাচনে জেগেছে শ্যামা তটিনীর কূল,
সবুজ ফসল গেঁথে বরিষণে মালা
খোপায় জড়াতে সেও করেছে কি ভুল!

নাইওরে এসেছে আজি মেয়ে তার বাড়ি
প্রবাহ এমনই এক জননীর মতো,
বিজলী বাজায়ে তাই ঘুরে ঘুরে হাড়ি
দিতেছে খবর বুঝি হেঁকে অবিরত।

মজেছে এহেন রূপে পাড়াগাঁ’র আশা,
নীলিমা থেকেও দূরে নয় কি গো চাষা!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৩৪০জন ১৯১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ