মাত্র খবর পেলাম কবিতার ব্যস্ততা বেড়েছে
কবিতাদের নিয়ে।
ইয়া মুশকো মোটাসোটা গাছ ধরেছে জড়িয়ে
দু’হাতে শরীর জড়ো করে,
মগডাল অব্দি দুরন্ত চলাফেরা চোখের পলকে
সবুজ থেকে ছিন্ন পত্রে,
পাহাড় চুড়া থেকে শীতল পর্বত গুহা পর্যন্ত
সমুদ্র থেকে রৌদ্র স্নানে।
শ্রান্তিহীন মত্ততায় চলছে বন্য পরকীয়া প্রেম
রংধনুতেও নেই তির্যক অরুচি;
তবুও জলজ সান্ত্বনা, এক চিমটির দু’ফোটায়
অভ্যাস বজায় রেখেছে ভালোবাসার।
চিত্রাঙ্গদা,
কবিতারা এমন না হলে ঠিক মানায় না।
Thumbnails managed by ThumbPress
৬৭টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
সারাদিন অসম্ভব ব্যস্ততায় গেলো। মাথা কাজ করছে না।
দেখি কবিতাটি পড়ে মাথা কাজ করে কিনা!
তারপর না সত্যিকারের মন্তব্য :p
ছাইরাছ হেলাল
সময় করে সময় নিয়েই পড়বেন মহামান্যা।
নীলাঞ্জনা নীলা
মাত্র!
আমি তো খবর দিলাম গতকালই রাত্রে।
বলেনি বুঝি?
কবিতারা ব্যস্ত নয়,
অহঙ্কারী।
যখন-তখন অনুভূতিকে স্পর্শ করেনা।
তবে অবাক হলাম,
ভালোবাসা যে অভ্যাস, সে কথা আজ গ্রহণীয় হলো
কবি-সমাজে।
কিন্তু ওই যে ‘পরকীয়া’ শব্দটি,
ওতে কবিতার ঘোর আপত্তি।
ভালোবাসা কেবল নিজেরই হয়,
শুধুই নিজের।
😀 😀 😀 😀
ছাইরাছ হেলাল
কবিতাদের অহংকারী হতেই হবে, সে যে রূপের ভূষন।
ইয়ে, মানে প্রাকটিসে না থাকলে এলেবেলে হওয়ার ভয় থাকে।
বিকশিত দন্তসমুদ্র দেখে ভয় পাচ্ছি।
নীলাঞ্জনা নীলা
কবিতার রূপে অহঙ্কার নাকি তার ছন্দ-তান-মীড়ে?
ছাইরাছ হেলাল
সবই একাকার, এক বিন্দুতে সিন্ধু।
নীলাঞ্জনা নীলা
বুঝিয়ে বলুন। এতো সংক্ষিপ্ত কথা কম বুঝি যে!
জ্ঞানী নই। 🙂
ছাইরাছ হেলাল
সব বলা যাবে নিষেধ আছে।
আম্মা প্রাণনাশের হুমকি জারি করেছে।
বেঘোরে কচি প্রাণ হারাতে পারব না। স্বাদ-আহ্লাদ বলে কথা আছে না।
নীলাঞ্জনা নীলা
আম্মা হুমকি দেয়না। শাসন করে। আর সেই শাসনে ক্ষতি হয়না।
কচি প্রাণ যাবেনা, আমি বুড়ী আছি না? আপনাকে রক্ষার দায়িত্ব আমি লইলাম।
লাঠি লইয়া পাহারা বসাইলাম। \|/
ছাইরাছ হেলাল
আম্মায় খুব ভয়ংকর, ছুরি চাকু নিয়ে চলাফেরা করে।
বিনা নোটিশে ঘ্যাচাং বসিয়ে দ্যায়।
দজ্জাল আমার আম্মা।
নীলাঞ্জনা নীলা
ভালোই এড়াতে জানেন কবি।
এখন জানলাম জাত-কবি যারা, তাঁরা অনেক কলা-কৌশল জানেন।
আমার বুড়োর গানটার মানে এখন নতূন করে বুঝলাম——
“অনেক কথা যাও যে বলি,কোনো কথা না বলি।”
https://www.youtube.com/watch?v=djUE5xxQUlU
ছাইরাছ হেলাল
আমি তো দেখে দেখে শিখছি মাত্র। নিতান্তই নবিশ মাত্র।
পছন্দের প্রাণের গানটি ই দিলেন!
নীলাঞ্জনা নীলা
তাই বুঝি? কার থেকে দেখে দেখে শিখছেন শুনি? ;?
ছাইরাছ হেলাল
এইতো আপনি আপনাদের থেকেই। যেমন সব সময় ই শিখি।
গান শুনতেই আছি।
নীলাঞ্জনা নীলা
বাহ আমি বুঝি কলা-কৌশল জানি? এভাবে বলতে পারলেন? 🙁
তাও দিলাম গান।
https://www.youtube.com/watch?v=RnBDovoC9iU
ছাইরাছ হেলাল
কৌশল জানেন কী না জানিনা, তবে কলা জানেন তা মানি।
শুনতেছি, বর্ষা আমার প্রিয় ঋতু, ‘মেঘ’ সিরিজ দেখে তা বুঝতে পারছেন নিশ্চয়ই।
আপনি রোজ একটি করে লেখা দেন না কেন?
নীলাঞ্জনা নীলা
আমার প্রিয় শরত। নীলাকাশ। তুলো তুলো মেঘ। হাল্কা শিশির।
কি লেখা দেবো, বলুন? এখুনি দিয়ে দেবো।
মিথুন
শুনেছি পরকীয়া শব্দে তার বড় ঘৃণা। কি জানি, স্বাক্ষরের ওপারে ভালোবাসা বড় আহ্লাদী আর ব্যস্ত হয়ে পড়ে। লতার মতো হয়ে আকড়ে পরে থাকে, মুশকো মোটাসোটা গাছ কিংবা টিনটিনে লোহার ফেঞ্চ, ধরে রাখলেই হলো।
ছাইরাছ হেলাল
ভালোবাসার অভ্যাস বজায় থাকলেই হবে, হোক না তা পরকীয়া বা রংধনু!!
নীলাঞ্জনা নীলা
“মেঘ বলেছে যাবো যাবো
রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে
আমি তো আর নাই।”
https://www.youtube.com/watch?v=znXTj-cNlqI
ছাইরাছ হেলাল
এই জন্যই বলি আপনি যাদু জানেন, এই গানটি ই এখন শুনছিলাম।
দিয়ে দিন লেখা ।
রোজ একটি লেখা দিবেন। নূতন লেখাও চাই।
নীলাঞ্জনা নীলা
https://www.youtube.com/watch?v=eRobb3WhTlY
কদম ফুল নেই, বহু বছর দেখা হয়নি। গানে গানেই গন্ধ নেই।
ছাইরাছ হেলাল
অনেক সুন্দর ছবি ও গান।
যে পথে চলি সারাক্ষণ , সেখানে এবারে অনেক ফুটেছে ফুল।
নীলাঞ্জনা নীলা
কবি লেখা দিয়েই যাবো। বললেন যখন। আগামীকাল দেয়ার সময় হবে না। লম্বা ট্যুর। প্রথমে কাজ, তারপর পিকনিক। অনেক দিন পর একটু আনন্দ।
এটা আপনার জন্যে
https://www.youtube.com/watch?v=5fHL6kDm3po
ছাইরাছ হেলাল
শত ব্যস্ততার মাঝে তুমুল নিঃশ্বাস আমাদের নিতেই হয়,
আপনিও নেবেন, আমাদের জন্য নিয়ে আসবেন নূতন লেখা ভাবনা।
অপেক্ষা থাকব আরও আরও নিত্য নূতন লেখার জন্য।
নীলাঞ্জনা নীলা
অপেক্ষা। অনেক পুরোনো আমি’র লেখা পড়তে চান? নাকি এই যে আমি?
https://www.youtube.com/watch?v=sO7s5cbBqDk
কতো শুনতে চান মেঘের গান?
ছাইরাছ হেলাল
পুরানোকে চাই নূতনের মাঝে, নূতনকেও চাই পুরানোর মাঝে।
গান আমি শুনি, ক্লাসিকাল ইনস্ট্রুমেন্টাল।
রবীন্দ্র সংগীত ও অবশ্যই।
নীলাঞ্জনা নীলা
আমি সুর শুনি। তবে অবশ্যই রক না।
\|/ নাচের গানও শুনি
https://www.youtube.com/watch?v=L_U4IB1AwCo
ছাইরাছ হেলাল
অনেক দিন পর এত্ত এত্ত গান শুনলাম।
প্রিয় ঋতুর।
নীলাঞ্জনা নীলা
“না চাহিলে যারে পাওয়া যায়
ত্যায়াগিলে আসে হাতে।”
এই গানটা কেন যে লিখেছিলো বুড়া? মানুষ চেয়েও পায়না, আর না চেয়ে পাওয়া কি করে সম্ভব বলুন তো কবি ভাই?
https://www.youtube.com/watch?v=O4r01042M_Q
ছাইরাছ হেলাল
আরে শেষ বয়সে এসে লিখেছিলেন,
‘তুমি কী কেবলই ছবি’।
বড় মানুষদের ভাবনা কত ভাবেই না ডানা মেলে!
নীলাঞ্জনা নীলা
নিন লেখা দিয়ে গেলাম। নতূন আমায় তো এখানে সবাই দেখছে, চিনেও যাচ্ছে।
পুরোনো আমিটাকেই রেখে গেলাম।
যাচ্ছি আজকের মতো শেষ গানটি দিয়ে।
https://www.youtube.com/watch?v=TWay4WyyhKI -{@ 😀
ছাইরাছ হেলাল
নূতন বা পুরানোতে সমস্যা নেই, লেখা লেখাই।
ধন্যবাদ দিচ্ছি।
নীলাঞ্জনা নীলা
🙂
নীতেশ বড়ুয়া
কবিতা বড্ড ব্যস্ত হয়েছে কবিতাদের নিয়ে ;(
ছাইরাছ হেলাল
তাই তো দেখছি, খুবই ব্যস্ত সে।
নীতেশ বড়ুয়া
kকবিতাকে শব্দের আঁচল বিছিয়ে আপনার উঠোনে নিয়ে আসুন প্রতিদিন হেলাল ভাইয়া 😀
শিশির কনা
কবিতারা একে অপরের সাথে পরকীয়ায় মত্ত?সর্বনাশ (y) -{@
ছাইরাছ হেলাল
আরে সর্বনাশ হতে যাবে কেন?
বিদগ্ধরা প্রকাশ্যে বলেন পরকীয়া করা যাবে না, আর আড়ালে বলেন পরকীয়াই প্রকৃত প্রেম।
পাবলিকের অবস্থা ক্যাড়াব্যাড়া।
অনেকদিন পর আপনাকে দেখলাম।
জিসান শা ইকরাম
থাকুক এই ব্যাস্ততা
চলুক জাপটা জাপটি।
কবিতার ব্যাস্ততা ভালো
ছাইরাছ হেলাল
জড়াজড়ি চলছে চলবেও।
সীমান্ত উন্মাদ
আপনার কবিতা পড়লে আমারও একরম একটা কবিতা লিখতে ইচ্ছে করে, কিন্তু কবিতায় গণ্ডমূর্খ আমি তাই পারিনা।
কবিতাখানা সেই রকম হয়েছে। তবে শেষ লাইনে আমার একটা আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হল, আর তা হলঃ চিত্রাঙ্গদাকে বলছেন” কবিতারা এমন না হলে মানায় না” । কিন্তু আমার প্রশ্ন চিত্রাঙ্গদারা যেখানে কারো মনের মূল্য দিতে জানেনা তারা কিভাবে বলবে কবিতারা কেমন হলে মানায়? এরা নিজেদের নিয়েই ব্যাস্ত। অতএব পোড়াখাওয়ার কি দরকার। বলেন মামুজান।
একটু মজা করলাম, স্বভাব তো উন্মাদের।
তবে কবিতাখানা চমৎকার লাগছে বরাবরের মত। শুভকামনা জানিবেন নিরন্তর।
ছাইরাছ হেলাল
প্রথমেই বলি এগুলো কবিতা-ফবিতা কিছুই না। শুধুই ভাব প্রকাশ।
আপনি পড়েছেন বুঝতেই পারছি, যেমন নিয়মিত পড়েন।
এখানে প্রেমিকা প্রেমিককে ছেড়ে চলে গেছে। গিয়ে প্রথমেই গাছের সাথে ভালোবাসা আরম্ভ করে, এরপর যে পাহাড় থেকে শুরু করে পরকীয়া ও শেষ সমকামিতা পর্যন্ত জারি রাখে।
প্রেমিকের ভাবনা ভালোবাসা চিরন্তন তা যেখানে যেভাবেই থাকুক না কেন। হয়ত কখনও তা আবার ফিরে আসবে।
আবার চিত্রাঙ্গদার মতে ভালোবাসায় এসব অসম্ভব ও উদ্ভট বিষয়গুলো থাকাই উচিৎ ।
অবশ্যই পড়ার জন্য ধন্যবাদ।
লীলাবতী
কবিতারা এখন কথা বলছে, বলুক 🙂
ছাইরাছ হেলাল
বেশি বেশি করেই বলুক। বলুক না।
মেহেরী তাজ
এখানেও রংধনু? ?
আচ্ছা বেশ…. 😀
ছাইরাছ হেলাল
আপনারাই তো পথ দেখালেন।
ঠিক আছে।
মেহেরী তাজ
আমার না সব দোষ দাদার। :p
ছাইরাছ হেলাল
ঐ একই কথা।
খেয়ালী মেয়ে
বাহ!!!কবিতার ব্যস্ততা বেড়েছে কবিতাদের নিয়ে–দারুন কথা (y)
একটা কথা না বললেই নয়–আপনার লেখা পড়তে আসলে আমাকে কমেন্টসও পড়তে হয়,কবিতা পড়ে আমি যতটুকু বুঝেছি তার থেকে আর একটু বেশী বুঝার জন্য 🙂
আপনার আর নীলা আপুর কমেন্টসগুলো দারুন হয় (y)
ছাইরাছ হেলাল
আসলে আমি তো তাদের কাছেই শিখি। মজার ছলে।
আপনার লেখা চাই।
খেয়ালী মেয়ে
মজার ছলেই হোক আর যেভাবেই হোক দুজনের কমেন্টস ই হচ্ছে দারুন….
আপনি না, শিখছি আমি আর আমার মতো যদি আর কেউ থেকে থাকে তারা 🙂
ছাইরাছ হেলাল
আপনার লেখার কথা তো কিছুই কইল্লেন না।
খেয়ালী মেয়ে
চেষ্টায় আছি লেখার–
নীলাঞ্জনা নীলা
পরী আপু আনন্দ দিতে পেরেছি তার মানে? খুউব খুশী আমি 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 \|/
তোমার জন্যে অনেক -{@ -{@ -{@ -{@ (3
খেয়ালী মেয়ে
-{@ (3
ব্লগার সজীব
কবিতার মাঝে বন্ধুত্ব,কবিতায় কত কথা।
ছাইরাছ হেলাল
সবার মাঝেই এমন বন্ধুত্ব থাকে।
অলিভার
কবিতারা সত্যিই হয়তো ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততা কবিদের জন্যেই। তাদের অভিজ্ঞতা আর ভাবের প্রকাশেই মুক্তি মিলে কবিতার সকল ব্যস্ততা থেকে। কালো অক্ষরে সাদা পাতায় বসে আবারও ছড়িয়ে পরে ভিন্ন কোন পাঠক কিংবা কবিদের চিত্তে..
ছাইরাছ হেলাল
বাহ্, অলিভার এখানে কবিতা লিখলে মন্দ হতো না।
কবিতার ঢংয়ে মন্তব্য পেয়ে ভালো লাগল।
শুন্য শুন্যালয়
মাত্র খবর পেলাম, দেউলিয়া হতে হতে নাকি শেষ অব্দি অই এক চিমটি রয়ে গেছে?
ব্যস্ত হতে হতে অভ্যাস টা বদ হয়ে যায় যদি? গেলে যাক, শুনতে পাই ক্লান্তিও ভেগেছে নানারূপের ভালোবাসার ছাঁচে। চিত্রাঙ্গদা, কবিকে এমন কবিতা না লিখিয়ে নিলে মানায় না।
ছাইরাছ হেলাল
চিত্রাঙ্গদা খুব বদ, আগেই বলেছি। কত কিছু যে লিখিয়ে নিচ্ছে
দেখতে পাবেন সবই।
মজা নিচ্ছেন! নিন। এটি কিন্তু ঠিক না অন্যের বিপদে।
শুন্য শুন্যালয়
বিপদেও এমন আনন্দ খুঁজে পাওয়া মানুষ যে আমরা আর আগে দেখিনি, তাই মজা নিচ্ছি।
কতো কি দেখিয়ে ছাড়বেন তা দেখবার আশাতেই আছি।
ছাইরাছ হেলাল
হুকুম করুন, তৈরি আছি।
শুন্য শুন্যালয়
হুকুম কি? মাই প্লেজার। ঘোমটা দেয়া পলিমাটি কন্যা? দিয়ে দিন ভায়া।
ছাইরাছ হেলাল
আচ্ছা ভাউ।
ইমন
কবিতারা এমন না হলে ঠিক মানায় না। (y)