শ্রান্তিহীন ব্যস্ততা

ছাইরাছ হেলাল ৯ আগস্ট ২০১৫, রবিবার, ০৭:৫৩:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬৭ মন্তব্য

মাত্র খবর পেলাম কবিতার ব্যস্ততা বেড়েছে
কবিতাদের নিয়ে।
ইয়া মুশকো মোটাসোটা গাছ ধরেছে জড়িয়ে
দু’হাতে শরীর জড়ো করে,
মগডাল অব্দি দুরন্ত চলাফেরা চোখের পলকে
সবুজ থেকে ছিন্ন পত্রে,
পাহাড় চুড়া থেকে শীতল পর্বত গুহা পর্যন্ত
সমুদ্র থেকে রৌদ্র স্নানে।
শ্রান্তিহীন মত্ততায় চলছে বন্য পরকীয়া প্রেম
রংধনুতেও নেই তির্যক অরুচি;
তবুও জলজ সান্ত্বনা, এক চিমটির দু’ফোটায়
অভ্যাস বজায় রেখেছে ভালোবাসার।

চিত্রাঙ্গদা,
কবিতারা এমন না হলে ঠিক মানায় না।

0 Shares

৬৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress