“শ্যাম বালিকা”

শান ২৩ নভেম্বর ২০১৬, বুধবার, ১১:০৫:০৪পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

আজি প্রভাতের রৌদ্র মেখে,
গেলেম ক্লাসে ঘুমটা রেখে,
একজোড়া চোখ আমায় দেখে,
ওরে বাপরে বাপ।
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,
করবো আমি ভাব।
.
অঙ্গে যে তার নীলের শাড়ি,
দেহের সঙ্গে মনের আড়ি,
ছুটলো এ মন আমায় ছাড়ি,
পেড়িয়ে সিঁড়ির ধাপ।
ওরে, শ্যাম বালিকার সঙ্গেতে আজ,
করবো আমি ভাব।
.
বালিকা যেন কারে খোঁজে,
স্বর্গ যে তার শাড়ির ভাজে,
দিলেম যে তাই দুচোখ বুজে,
তার প্রেমেতে ঝাঁপ।
ওরে, শ্যাম বালিকার সঙ্গেতে আজ,
করবো আমি ভাব।
.
যেই ওড়ে তার শাড়ির আঁচল,
হৃদয় তখন হঠাৎ পাগল,
করতে মনের অদল-বদল,
ধরিয়ে যে দেয় হাঁপ।
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,
করবো আমি ভাব।
.
কি যে মায়া তার গালের টোলে,
ঠোঁটের পাশের ছোট্ট তিলে,
খেয়ালে হঠাৎ চমকে পিলে,
ধরছে গায়ে কাঁপ।
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,
করবো আমি ভাব।
.
দুই চোখে তার সাগর মেলে,
কিসের গোপন বার্তা খেলে,
হাসিতে যে তার জগৎ ভুলে,
বাড়ছে মনের চাপ।
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,
করবো আমি ভাব।
.
হাটলে সে যে ময়ূর নাচে,
মাতাল মনের খোরাক রোচে,
আশায় যেমন চাতক বাঁচে,
দংশে মনে সাপ।
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,
করবো আমি ভাব।
.
গান হয় তার মুখের কথা,
স্পর্শ যে তার ভুলায় ব্যথা,
জানায় বুকের বামটা যেথা,
নিচ্ছি যে তার মাপ।
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,
করবো আমি ভাব।
.
ক্লাসের শেষে ঘেষতে কাছে,
বুকের খাঁচায় হৃদয় নাচে,
একপা এগোয় দুইপা পিছে,
বাড়ছে গায়ের তাপ।
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আজ,
করবো আমি ভাব।
.
পড়লো দুচোখ তার দুচোখে,
মনটা দোলে নিবিড় সুখে,
সত্য তখন আমায় রুখে,
করতে যেয়েও পাপ।
ওরে,শ্যাম বালিকার সঙ্গে আমি,
কেমনে করি ভাব?
.
বালিকা সে নয়,হয় মহিলা,
পদ্মা পাড়ের সেই কপিলা,
তবু ষোড়শীর সেই পহেলা,
যৌবন খাপে খাপ।
ওরে,শ্যাম বালিকার সঙ্গে আমি,
কেমনে করি ভাব?
.
ওনার মেয়ে সহপাঠী মোর,
শুনেই দেহে পাইনাকো জোর,
ভাবতে যেয়ে আসলো যে জ্বর,
কিসের ছিল পাপ?
ওরে,শ্যাম বালিকার সঙ্গে আমি,
কেমনে করি ভাব?
.
বয়স তারই খালার সমান,
কেমনে জানি বয়স কমান,
মন বলে ভাই,এবার থামান,
জানবে নাহয় বাপ।
ওরে,শ্যাম বালিকার সঙ্গেতে আর,
হলোনা আমার ভাব।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ