শ্যামশ্রীর হৃদস্পর্শ

নূর হোসেন ৪ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০৬:৫২:১৩অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

গর্ভগৃহ থেকে সদ্য জন্মানো শিশুর স্নিগ্ধ দৃষ্টি দিয়ে দেখেছি এক পারিজাত কুসুম,
সে যে তুমি, সে কি জানো?
শ্যামবর্ণ লাবন্যের লোভে আমি ছুটে বেড়াই মৃত্তিকার বুকে,
তোমার আবডালে।

অক্ষম বাসনার অপ্রত্যক্ষ সাক্ষী নেই,
নেই মুখোশমালার তিল পরিমান চিহ্ন,
তোমার শ্যামশ্রী বদনে;
স্বতঃফূর্ত স্বর্বসান্ত হয়ে যেতেও আমার কসুর নেই,
নেই কার্পণ্য ভালবাসতে তোমায় এতটুকু।

ঐশ্বর্যের নিষাদ-ভয়, পঞ্চায়েতের শাসন,
কে টলিবে এ প্রেম?
আষ্টে-পৃষ্টে এমন সম্পর্ক-পদবী জড়িয়ে নিয়েছি,
উড্ডীন পতঙ্গ নগ্নপায়ে আমাদের ছুঁয়েই বিপর্যস্ত!
রণশৃঙ্গে এ আমার মর্মছেঁড়া প্রতিজ্ঞা।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ