শোন হে তরুণ

গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা ২৪ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ০২:৩৯:২৩অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

চুমকি যদি চলেই থাকে একা পথে
কি দরকার তোমার সঙ্গী হবার তার সাথে?
চুমকি চমকাতে থাকুক
কিংবা সুন্দরী কমলা নাচুক
এসব ছেড়ে তুমি এগিয়ে যাও
হে তরুণ
তোমার লক্ষ্য-পানে
যদি পার একজনকে বেছে নাও
জীবন সঙ্গিনী রূপে
যে তোমার লক্ষ্য অর্জনে
প্রেরণার উৎস হয়ে রবে।

হতে পারে তুমি জাননা
কি তোমার লক্ষ্য
কি নিয়ে চলবে তুমি
কি ধারণ করবে তোমার বক্ষ।

শোন হে যুবক
টাকা এবং নারী নিয়ে মানুষ অনেক ভেবেছে
দশ হাজার বছর ধরে যুদ্ধ করে আসছে
তবুও এ দুটি বিষয়ে এখনও স্বাধীনতা
অর্জন করা যায়নি।
তাই বলি যেটুকু তোমার প্রয়োজন
তাই নিয়ে যখনি
উঠে আসবে তুমি এই অনর্থক প্রতিযোগিতা থেকে
তুমি স্বাধীন। উঠে এসে তখনি
এগিয়ে যাও তোমার মূল লক্ষ্যের দিকে।

শোন হে তরুণ
বন্য প্রাণী কিংবা জন্তু জন্ম নেয়
খায়-দায় ঘুমায়
জন্তু থেকে জন্তু হয়
জন্তু মারা যায়
মানুষ যদি শুধুই খায়-দায় ঘুমায়
মানুষ থেকে মানুষ বানানোর কাজে
ব্যস্ত সময় কাটায়
শুধু এ দুটি কাজেই জীবনের
সবটুকু সময় পেরিয়ে যায়
তবে এ লজ্জা তুমি রাখবে কোথায়?

আসা, যাওয়ায় রূপ নেয়া
আর নতুন, পুরাতনে মিশে যাওয়া
এই স্বপ্ন জগতের নিয়ম।
তুমি এসেছ আবার চলে যাবে
এর মাঝে কিছু করে যাও মানুষের তরে
যাতে মানুষ উপকৃত হতে পারে
মানুষকে ভালবাসা দাও
মানুষ শ্রদ্ধাভরে মনে রাখবে।

চুমকিরা চমকাতে থাকুক
সুন্দরী কমলারা নাচুক
এসব ছেড়ে তুমি এগিয়ে যাও
হে তরুণ
তোমার লক্ষ্য-পানে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ