মাঝে মাঝে কোনো কোনো কবিকার আভ্যন্তরীন বক্তব্য বোঝার বোধ ব্যাখ্যাকারে মন্তব্য করা সম্ভব হয়না। শব্দের বিন্যাসে দৃশ্যপটে বিচরন করতে থাকি এক অপার্থিব ভালোলাগায়। সৌবর্ণ বাঁধনের কবিতা পড়লে এই বোধ আমার হয়। আপনি কিন্তু অনেকদিন পরে পরে আসেন লেখা নিয়ে। মাঝে মাঝে ভুলেই যাই এ নামে কেউ আছে এখানে। এত লেট করে দেরি করবেন না😊😊😊 আপনার লেখা ভালো লাগে। শুভ কামনা।
আপু উনি ডাক্তার তাই সময় বের করাটা কঠিন , পড়াশোনা সাথে ডিউটি মিলিয়ে খুব ব্যস্ত সে। কাল থেকে কোভিড এর ডিউটি শুরু ওনার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ আপু
বাংলা ডিকশনারিটাতে ধুলো জমে ছিল। আজ আবার মুছে নিয়ে আপনার লেখা পড়তে হল। কবিতা ভালো লাগে বুঝি না। আর কিছু না বলে শুধু বলব দারুন!
অনেক দিন পর লিখলেন। ভালো লাগলো ভাইয়া।
আপনার চমৎকার লেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অসাধারণ উপস্থাপন আপনার প্রতিটি কবিতার তবে পুরো কবিতার সারাংশ বের করা বা যথাযথ মন্তব্য করা কঠিন।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। নিজের খেয়াল রাখবেন
১৩টি মন্তব্য
বন্যা লিপি
মাঝে মাঝে কোনো কোনো কবিকার আভ্যন্তরীন বক্তব্য বোঝার বোধ ব্যাখ্যাকারে মন্তব্য করা সম্ভব হয়না। শব্দের বিন্যাসে দৃশ্যপটে বিচরন করতে থাকি এক অপার্থিব ভালোলাগায়। সৌবর্ণ বাঁধনের কবিতা পড়লে এই বোধ আমার হয়। আপনি কিন্তু অনেকদিন পরে পরে আসেন লেখা নিয়ে। মাঝে মাঝে ভুলেই যাই এ নামে কেউ আছে এখানে। এত লেট করে দেরি করবেন না😊😊😊 আপনার লেখা ভালো লাগে। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
আপু উনি ডাক্তার তাই সময় বের করাটা কঠিন , পড়াশোনা সাথে ডিউটি মিলিয়ে খুব ব্যস্ত সে। কাল থেকে কোভিড এর ডিউটি শুরু ওনার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ আপু
সৌবর্ণ বাঁধন
ধন্যবাদ অনেক। শুভকামনা জানবেন।
আরজু মুক্তা
এরকম সাহসী কেউ আসুক। ভীমের মতো শক্তিশালী। ছাই ভস্মে ফুটুক লালপদ্ম।
শুভকামনা
সৌবর্ণ বাঁধন
ধন্যবাদ অনেক। শুভকামনা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
বাংলা ডিকশনারিটাতে ধুলো জমে ছিল। আজ আবার মুছে নিয়ে আপনার লেখা পড়তে হল। কবিতা ভালো লাগে বুঝি না। আর কিছু না বলে শুধু বলব দারুন!
অনেক দিন পর লিখলেন। ভালো লাগলো ভাইয়া।
সৌবর্ণ বাঁধন
ধন্যবাদ অনেক। শুভকামনা জানবেন।
ফয়জুল মহী
চমৎকার এবং মুগ্ধকর লেখা।
সৌবর্ণ বাঁধন
ধন্যবাদ অনেক। শুভকামনা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার চমৎকার লেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অসাধারণ উপস্থাপন আপনার প্রতিটি কবিতার তবে পুরো কবিতার সারাংশ বের করা বা যথাযথ মন্তব্য করা কঠিন।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। নিজের খেয়াল রাখবেন
সৌবর্ণ বাঁধন
ধন্যবাদ অনেক। শুভকামনা জানবেন।
আলমগীর সরকার লিটন
হু চমৎকার কবি দা
সৌবর্ণ বাঁধন
ধন্যবাদ অনেক। শুভকামনা জানবেন।