হায় রে আমরা কি উল্টো পান্ডে
ও দেখিকে স্বাধীনতার উল্লাস
আর আমার বুকে বুলেটের রক্ত নদ!
কি বিবেক শূন্যময় আকাশ;
কোনদিন জাগ্রত হবে না?
একটি প্রশ্ন, ভাবনার অন্তরায়
বয়ে যায় হাজার নদ নদী খালবিল।
ধিকার জানাই ঐ হায়নাদের;
উত্তরসূরিদের কথায় ভাবলে
কবিতার লোম ঘেমে বৃষ্টি ঝরে
সত্যই আহত, আমরা শোকাবহ
অথচ নিজ রক্তশিরায় বিদ্বেষী মনোভাব
শান্তির পায়রা উড়ানো সময়-
লেখা হয়ে যায় চির অমলিন-অতঃপর
আমরা, প্রজন্মরা গভীর শোকাহত।
৩০ শ্রাবণ ১৪২৮, ১৪ আগস্ট ২১
৩০৫জন
২০৭জন
১৩টি মন্তব্য
আরজু মুক্তা
আমরা শোকাহত। এ শোক ভুলবার নয়। তাহলে নিজের অস্তিত্বকে অস্বীকার করা হবে।
বিনম্র শ্রদ্ধা জাতির পিতা।
আলমগীর সরকার লিটন
জি মুক্তা আপু অশেষ ধন্যবাদ জানাই
মনির হোসেন মমি
বিনম্ভ্র শ্রদ্ধাঞ্জলী।
শুধু মাত্র রাজনিতীর কারনে বঙ্গবন্ধু এ দেশের সবার হতে পারেনি। আফসোস।
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ জানাই কবি মমি দা
হালিমা আক্তার
১৫ আগস্ট ভুলে যাওয়ার নয়। বিনম্র শ্রদ্ধা রইলো সকল শহীদদের প্রতি।
আলমগীর সরকার লিটন
জি হালিমা আপু অশেষ ধন্যবাদ জানাই
দালান জাহান
সুন্দর লিখেছেন ভাই।
মহান নেতার প্রতি রইলো অগাধ শ্রদ্ধা…
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ জানাই কবি জাহান দা
রিতু জাহান
আমরা অধৈর্য জাতি বলেই তাৎক্ষণিক সব পেতে চাই, খথচ পিছনের ইতিহাস জানতে চাই না।
আলমগীর সরকার লিটন
জি রিতু আপু অশেষ ধন্যবাদ জানাই
সুপর্ণা ফাল্গুনী
বিনম্র শ্রদ্ধা রইলো। ধিক্কার জানাই হায়েনাদের।
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ জানাই কবি ফাল্গুনী দিদি
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
“লেখা হয়ে যায় চির অমলিন-অতঃপর
আমরা, প্রজন্মরা গভীর শোকাহত” । — হ্যাঁ ভাই আসলেই আমরা সবাই শোকাহত এমন নির্মম নিষ্ঠুর হত্যাযজ্ঞের জন্য।