শেষ বয়সে চাই

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার, ০৪:২৫:০৭অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

তুমি আমায় বরং
শেষ বয়সে ভালোবাসাটা  দিও
যখন আমার স্বজনরা সবাই থাকবে
কিন্তু আমাকে ভালোবাসার কেউ থাকবেনা
না হয় তখন তুমি আমায় বরং ভালোবেস।

 

আমায় তোমরা এখন খাবার দিও না
বরং আমি যখন বৃদ্ধ হব
করতে পারব না কোনো কাজ
সেই দুঃখের দিন  আমায় তোমরা দিও
সেই ভালোবাসা।

 

তোমরা ভালোবাসাটা দিও
আমায় সেই দিন যেদিন আমার পাশে
কেউ থাকবে না
বরং আমায় তখন তুমি ভালোবেস
আমি এখন চাই না
আমায় তো এখন ভালোবাসার অনেকে আছে
তাই শেষ বয়সে চাই সবার ভালোবাসা
অনাদরের দিন গুলোতে।

 

 

রচনাকালঃ
১৯/১২/২০২০

৫৩০জন ৪৪৯জন
5 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ