
আমি জানি না কারো প্রথম প্রেম হওয়ার অনুভূতি কেমন?
আমি জানি না কেউ তার প্রথম প্রেমকে কতোটা ভালোবাসে?
আমি জানি না কেউ তার প্রথম প্রেমকে কতোটা যত্নে রাখে?
আমি জানি না কেউ তার প্রথম প্রেমকে কতোটা আগলে রাখে?
আমি জানি না যারা প্রথম প্রেম হয়ে আসে কারো জীবনে তারা কতোটা স্পেশাল হয়?
দখিন বারান্দার রেলিং এ হাত রেখে খোলা আকাশের দিকে তাকিয়ে বিড় বিড় করে কথা গুলো বলছিলো অন্বেষা।
অন্বেষা কারো প্রথম প্রেম হতে পারেনি। আর কারো প্রথম প্রেম হতে না পারার আক্ষেপটা ছিলো বরাবরই।
হঠাৎ একদিন সমস্ত আক্ষেপের অবসান ঘটিয়ে দিয়ে সৈকত এলো অন্বেষার জীবনে। নাহ্ অন্বেষা সৈকতেরও প্রথম প্রেম হতে পারেনি। তবুও সে বেশ খুশী সৈকতকে পেয়ে , সৈকতের প্রেম পেয়ে।
সৈকত যখন অন্বেষাকে বলেছিলো ‘তুমিই আমার শেষ প্রেম। তোমার পরে আর কেউ আসবে না আমার জীবনে। কথা দিলাম।’
সেদিন থেকেই অন্বেষা নতুন করে বাঁচতে শুরু করেছে। অন্বেষা খুব খুব খুশি। কারো প্রথম না হোক শেষ প্রেম হয়েছে। কারো শেষ প্রেম হওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু অন্বেষার কী এতো ভাগ্য ভালো? সৈকতের জীবনে সত্যিই কী আর কেউ আসবে না? এই একটা জীবন কী সৈকত অন্বেষাকে ভালোবেসে কাটিয়ে দিতে পারবে?
২১টি মন্তব্য
সঞ্জয় মালাকার
একান্ত অনুভূতি ভালো লাগলো, এই একটা জীবন কি সৈকত
অন্বেষাকে ভালোবেসে কাটিয়ে দিতে পারবে।
অবশ্যই পারবে যদি দুজন দুজনার প্রতি বিশ্বাস রাখে।
অন্বেষা চৌধুরী
বিশ্বাস আছে
তবুও মাঝে মাঝে সংশয় জাগে মনে
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন
ফয়জুল মহী
মনোমুগ্ধকারী লিখনী । শুভেচ্ছা সতত ।
অন্বেষা চৌধুরী
ধন্যবাদ অশেষ
ভালো থাকবেন
ইসিয়াক
শেষ প্রেমে ভালো লাগা।
শুভকামনা।
অন্বেষা চৌধুরী
ধন্যবাদ অশেষ
ভালো থাকবেন
সুরাইয়া পারভীন
শেষ প্রেম!!
কারো শেষ প্রেম হয়ে আমৃত্যু প্রিয়জনের পাশে থাকা সত্যিই সৌভাগ্যের ব্যাপার।
অন্বেষা সৈকত আমৃত্যু যেনো সুখে দুঃখে একে অপরের পাশে থাকে সেই কামনা রইলো। শুভ কামনা
অন্বেষা চৌধুরী
অসংখ্য ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন
সাবিনা ইয়াসমিন
” কারো শেষ প্রেম হওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু অন্বেষার কী এতো ভাগ্য ভালো? সৈকতের জীবনে সত্যিই কী আর কেউ আসবে না? এই একটা জীবন কী সৈকত অন্বেষাকে ভালোবেসে কাটিয়ে দিতে পারবে?”
সৈকত শেষ পর্যন্ত অন্বেষাকে ধরে রাখতে পারবে কিনা এটা সময়ই বলে দিবে। কিন্তু এই প্রশ্ন গুলো অন্বেষাকে এক সময় অস্থির করে তুলবে,, কষ্টটা এখানেই লাগলো।
ভালো লিখেন আপনি,
শুভ কামনা 🌹🌹
অন্বেষা চৌধুরী
অলরেডি অস্থির ছিলো অন্বেষা। যখন দীর্ঘ সময় সৈকতকে এনাদার করে দেখেছিলো। তখন একটু সংশয় হয়েছিল বলেই এই লেখাটা।
অসংখ্য ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময় 💓
অন্বেষা চৌধুরী
অন্য কলে ব্যস্ত দেখেছিলো
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই আমার ও তাই মনে হয় প্রথম হবার চেয়ে শেষ প্রেম হওয়াটাই শ্রেয়। আশা করি সৈকত অন্বেষা কে আমৃত্যু ভালোবাসবে। শুভ কামনা রইলো
অন্বেষা চৌধুরী
না বেসে যাবে কোথায়
নাছরবান্দা অন্বেষা কিছুতেই ছাড়বে না সৈকতকে।
অসংখ্য ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভালো লাগলো । ছাড়বেন না কিন্তু!!
অন্বেষা চৌধুরী
একদমই না দিদি। কিছুতেই ছাড়া যাবে না
সুপায়ন বড়ুয়া
সৈকত অন্বেষার প্রেম কাহিনী
মন্দ না
তৃতীয় কেউ এসে যদি বাগড়া
না দেয়।
শুভ কামনা।
অন্বেষা চৌধুরী
প্রেমে বাগড়া থাকবে না তাই কখনো হয় দাদা।
অসংখ্য ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
আরজু মুক্তা
একদম ছাড়বেন না। না ভালোবেসে যাবে কই?
অন্বেষা চৌধুরী
ঠিকই তো
যাবে কি
অসংখ্য ধন্যবাদ
ভালো থাকবেন
এস.জেড বাবু
অন্বেষা সৌভাগ্যবতী।
শেষ প্রেম হওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার।
আপু শেষ লাইনের জবাবটা কে দিবে ?
আমি দিলে বলবো- দুজনের ইচ্ছে, সহমর্মিতা এবং বিশ্বাস অটুট থাকলে শেষ প্রেম অটুট থাকবে। একদিন সময় স্বাক্ষী দিবে।
লিখাটা কি চলবে ?
অন্বেষা চৌধুরী
চমৎকার বলেছেন।
চলবে তো মিস্টার আর মিসেস চৌধুরীর
প্রেমের সংসারে যা যা হয় তাই প্রকাশ করা হবে।
আন্তরিক ধন্যবাদ
ভালো থাকবেন