শূন্য যতি চিহ্নে

ছাইরাছ হেলাল ২৫ এপ্রিল ২০২১, রবিবার, ০৫:৪৭:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

 

ওপড়ানো চোখের ভিক্ষুক ঠিকঠাক হেঁটে যায়
সময়ের প্রান্ত ধরে নির্বিঘ্নে, গলি, রাজপথ, আলপথ,
জীবনের অলিন্দ-নিলয়ে;
এ যেন তার পূর্ব পুরুষদের ভিটেমাটি,
চেনা মেঠোপথ।

এ যেন রূপ-কথার ডালিম কুমারের চির চেনা হাঁটা-পথ-ঘাট,
ঘুম এখানে নির্বিষ, রাক্ষস খোক্ষসের বাস এখানে নেই,
ছদ্মবেশী এক মুখো দু’মুখো সাপ-কোপ!
নাহ্, তা-ও এখানে নেই।

নীরবতার অন্ধ-প্রদীপ পান করে, আঁজলা আঁজলা সুখন পানি।
আলাদীনের প্রদীপ হাতে শূন্য যতি চিহ্নে।

ছবি নেটের।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ