শূন্যতা

সোনেলা রোদ্দুর ৫ অক্টোবর ২০১২, শুক্রবার, ১০:৪৫:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা, বিবিধ, সাহিত্য ১৯ মন্তব্য

আজকাল ভেতরটা শূন্যতায় পূর্ণ
নিজেকে খুব দরিদ্র মনে হয়
তোর সাথে অভিমান না করতে পারার দারিদ্রতায় ভুগি সারাক্ষন।

তোকে ঘিরে থাকা হাজার মানুষের ভীড় আজকাল আমায় কষ্ট দেয়না
এই যে আমি কষ্ট পাইনা সেটাও আমায় কষ্ট দেয়
আমি কষ্ট পেতে চাই
তোকে ভালবেসে শুন্য রিক্ত হতে চাই ।

অথচ আমার অনুভুতির মাঠ এখন সবুজ ঘাস বিহীন ধুধু বালুচর
সেখানে অনেক দিন অভিমান, অনুরাগ, আহ্লাদের সবুজ ঘাস জন্মেনি।
আমি তোকে নিয় কত দিন কবিতা লিখিনা
এই যে তোকে লিখছি
এখন আমার চোখ জলে ভেজা
তোকে ভালোবাসার দিনগুলোর কথা মনে করে
তুই আছিস, আমি আছি অথচ আমাদের নির্ভরতার ভালোবাসা নেই।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ