সারি-সারি ঝুলে আছে রাত-পোশাক
অনেক, অজস্র, কিন্তু রাত কৈ!!
কোন্‌ অভিসারে!! কোথায়!!

চুনোপুঁটি-স্বপ্ন বা তীব্র শীতে জাপটে ধরা
উষ্ণ-ঋতুর-বৈভব, স্নান-শরীরে লুকোবে কী-করে!!
টুক-টুক করে হেঁটে-হেঁটে আসার শব্দ-খোঁজ!!
উত্তেজক-স্তিমিত-চোখ, স্ফীত-ঠোঁট,
কাচ-বারান্দায় বসে-বসে অপেক্ষার অবলোকন।
কোন্‌ কৌটিল্য-কৌশলে এড়াবে!!

অন্ত্যক্ষরণের মত আপসে-আপ ভেসে আসবে
অনুভবের স্রোত বেয়ে,
লেপ্টে যাওয়া লিপিস্টিক, চোখ-কাজল
বিবর্ণতায় মলিন চিবুক, হতোদ্যম শরীরী আয়তনে!!
আনন্দ-ক্লান্তির ধনুক-প্রেম শেষে
ও-কিছু-না বলে ঝিলিক মেরে বাস্তুহীনকে দিলে
অঘাধ-অবোধ সান্তনা!!
সাগর-কূলে দাঁড়িয়ে দুর্দান্ত এক ‘একা’;

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ