শুয়োপোকা দুয়োপোকা

তৃপ্তি সেন ২৭ জুন ২০২১, রবিবার, ১১:৫৫:৪১অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

#শুয়োপোকা_দুয়োপোকা

একটা শুয়োপোকা রোজ রাতে কড়া নাড়ে
দরজা খুলি খুলি করে খোলা হয় না।
মাঝখানে বেশ কিছু দিন গেলো
শুয়োপোকা আর এলো না।
অপেক্ষার প্রহর কাটে না
শুয়োপোকার মায়ায় পড়েছি কী তবে?

শুয়োপোকা প্রজাপতি এখন
উড়ছে তার রঙিন পাখা মেলে
বসছে নতুন ফুলের বনে।

প্রজাপতিটা উড়ে এসে
জুড়ে বসে সমস্ত অন্তর জুড়ে
শুয়োপোকাকে তবুও ভোলা যায় না।

সমস্ত কাটার খোলস ছাড়িয়ে প্রজাপতির পাখনা পেয়ে শুয়োপোকা ভুলে গেলো পুরোনো নিবাস পুরোনো গল্প,পুরোনো ভালোবাসাকে।

প্রজাপতির চোখে এখন স্বপ্ন
স্বপ্নছটায় বিভোর হয়ে
গতজন্মের শুয়োপোকা ভুলেছে
তার পরিচিত মুখ ভুলেছে
ভুলেছে চেনা গন্ধের মতো একটি প্রিয় মুখ।

প্রজাপতির এখনো উড়বার বাসনা
উড়ে চলেছে ডানা মেলে দিগন্তে
অন্যদিকে শুয়োপোকার জন্য অপেক্ষায়
দৃষ্টি গেছে তার যার চোখে ছিলো মায়ার আবরণ।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ