
আজো সন্ধ্যা নামে ধরণীর বুকে,অপেক্ষার প্রহর বয়ে যায় ;
নেই শুধু তোমার আমন্ত্রণ।
অমানিশায় ঢেকে থাকে যামিনী,
পঞ্চমী তিথিতে আজো তমালের বনে জোছনা ঝরে;
শুধু তোমার ভালোবাসার উর্মি আছড়ে পড়ে না আমার বালুকাবেলায়।
আজো ভোর হয় বারান্দায় কাকের কর্কশ ব্যঞ্জন স্বরে।
শুধু তোমার বার্তা আসেনা হৃদয়ের ম্যাসেঞ্জারে।
টুনটুনি, দোয়েল, শালিক দিনমান শিষ দেয়’ শুভ হোক’ বলে।
প্রতিটি প্রহর , প্রতিটি সকাল আজো আছে;
নেই শুধু তোমার ‘শুভ সকাল’ ।
আজো অষ্টপ্রহর বার্তা নিয়ে আসে ‘শুভ, অশুভের ‘;
শুধু তোমার ‘ শুভ হোক’ হারিয়ে গেছে বিরাগের অন্তরালে।
২০টি মন্তব্য
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনশৈলি ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
আরজু মুক্তা
বিয়োগভাজন।
অভিমান ভাঙ্গান তাহলে।
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা আপু । ধন্যবাদ পরামর্শের জন্য। ভালো থাকবেন শুভ কামনা রইলো
এস.জেড বাবু
অপর পক্ষ “শুভ সকালের শুভ বার্তা” নিয়মিত করলেই হয়।
অভিমান / অনুরাগ থেমে যেত সময়ের
কামনা যার ই হউক
নিত্য সকাল শুভ হতো।
চমৎকার লিখা আপু।
মুগ্ধতা।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ বলেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়
তৌহিদ
সেই সে বালুকাবেলায়, সুগন্ধি সুপ্রিয় চিঠিটায়
সুরেলা হৃদয়খামে বন্দিনী হয়ে আছে
হাজারো স্মৃতির মাঝে…
দারুণ কবিতা পড়লাম আপু। ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
“আজো সন্ধ্যা নামে ধরনীর বুকে,
অপেক্ষার প্রহর বয়ে যায় ;
নেই শুধু তোমার আমন্ত্রণ। “
কতকাল থাকতে হবে আমন্ত্রনের প্রতীক্ষায়।
এই শুভ কামনায়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা শুভ কামনা জানানোর জন্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া নার্গিস
শুভ কামনা রইল আপু
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। আপনার জন্য ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
আমার তো মনে হচ্ছে উর্মি বালুময়তা দেখে ভয় পাচ্ছে,
ফুলময় তনুমনের অপেক্ষা করছে।
সুপর্ণা ফাল্গুনী
🙄🙄🙄 কথাটা সত্য নাকি? ধন্যবাদ আপনাকে
জিসান শা ইকরাম
নিত্যদিন শুভ হোক শুভেচ্ছা বার্তা পেয়ে মনের মধ্যে একটি অভ্যস্ততা তৈরী হয়। প্রিয় মানুষটির কাছ থেকে এই বার্তা আসা বন্ধ হলে ভীষন শূন্যতায় ডুবে যেতে থাকে সব।
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক ধরেছেন। যার সাথে এমনটা হয় সেই বুঝে সেটা কতটা কষ্টের সহ্য করা। ধন্যবাদ দাদা ভাই
হালিম নজরুল
পঞ্চমী তিথিতে আজো তমালের বনে জোছনা ঝরে;
শুধু তোমার ভালোবাসার উর্মি আছড়ে পড়ে না আমার বালুকাবেলায়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো
নীরা সাদীয়া
সেই তুমিটা আষাঢ়ে কদমফুল হয়ে ফুটুক। ভালোবাসা ঝড়ে পড়ুক কবির উঠোনে। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন আপু। শুভ কামনা রইলো