শুভ জন্মদিন

সাবিনা ইয়াসমিন ২৫ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ১২:০০:১০পূর্বাহ্ন শুভেচ্ছা ৩৫ মন্তব্য

আজ অক্ষরেরা যুক্ত হলো সবাক কবিতায়
আজ রাত্রি আরও সুরভিত মন মহুয়ায়,
বাঁধ ভাঙা ঐ চাঁদের হাসি ভেঙেছে সকল লাজ,
সোনালী আলো ছড়াবে রবি,সাজবে রাঙা প্রভাত
হিম-হিমালয়ের ঘুমোট পাঁজরেও আজ জল-জোছনার কারুকাজ!

আজ ইচ্ছেরা সব মুক্ত হলো বদ্ধ দুয়ার খুলে
আজ রঙ গুলো সব রঙ্গিন হলো ইচ্ছে আকাশ ছুঁয়ে,

আজকের আকাশ জানে
আজকের পৃথিবী জানে
জানে ভূমিষ্ঠ সময়ের সাক্ষ্য ভূমি,

এ ধরায় আসে কিছু প্রাণ
জানেনা নিতে,শুধু দিতে জানে দান
কল্যাণের পথে রাখে অবদান, কারন-অকারনে/
ধর্ম নয় বর্ণে নয়, নিরাবেগ বিবেকে নয়,
মানুষের মাঝে বাঁচে
মানবতার মৌলে করে বিচরণ।

এমন মানুষ ঘরে-ঘরে প্রতিদিন প্রতিক্ষণে জন্মায় না।
তারা আসে জয় করতে, জয় স্বাধীনতার আস্বাদ পায় তাদেরকে জয়ী হতে দেখে।
আজ অনলাইন জগতের অন্যতম প্রিয় লেখক, শ্রদ্ধেয় ব্লগার, সোনেলা ব্লগ প্রতিষ্ঠাতা  জিসান শা ইকরাম এর শুভ জন্মদিন।

আজকের এইদিনে তিনি পৃথিবীতে এসেছিলেন। অজস্র ফুলেল শুভেচ্ছা জানাই তাকে..

শুভ হোক জন্মদিন।শুভ জন্মদিন। ভালো থাকুন জীবনের প্রতিদিন প্রতিক্ষণ পরিপূর্ণ আনন্দে, সম্পূর্ণ মর্যাদায়।  বড়দের আদর-স্নেহ,ছোটদের শ্রদ্ধা সম্মান, বন্ধুদের ভালোবাসা ঘিরে থাকুক আপনার চারপাশ।

১৪৩১জন ১০৯৯জন
124 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ